Lifestyle Tips: বাচ্চার মন ভাল আছে তো? নজর রাখুন এই দিকগুলোতে

Mental Health Of Your Child:বাড়ির ছটফটে খুদে সদস্য গত কদিন ধরে খাওয়াদাওয়া ঠিকঠাক করছে না। বিছানাতেও খালি এপাশ-ওপাশ। শিশুদের কত কিছুই হয়। এটা ভেবে বিষয়টি এড়িয়ে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদ আসতে পারে।

নজর রাখুন শিশুমনেও

1/8
বাড়ির ছটফটে খুদে সদস্য গত কদিন ধরেই কেমন যেন মনমরা। খাওয়াদাওয়াও ঠিকঠাক করছে না। বিছানাতেও খালি এপাশ-ওপাশ।
2/8
শিশুদের তো এমন কত কিছুই হয়। এটা ভেবে বিষয়টি এড়িয়ে গেলে হয়তো ভবিষ্যতে বড়সড় কোনও বিপদ আসতে পারে।
3/8
সকলের ক্ষেত্রেই যে এক পরিণতি হবে, তা নয়। তবে কিছু ক্ষেত্রে বিপদের আগাম আঁচ দিতে থাকে উপসর্গগুলি।
4/8
কাজেই অভিভাবক হিসেবে সতর্ক হওয়া ভাল। কয়েকটি দিকে নজর রাখলেই বোঝা যাবে, আপনার সন্তানের আদৌ কোনও পেশাদার পরামর্শের প্রয়োজন রয়েছে কিনা।
5/8
মাথাধরা বা পেটব্যথা। এই ধরনের সমস্যার কথা বাচ্চারা মাঝেমধ্যে বলে বটে। কেউ যদি প্রায়ই এমন সমস্যার কথা বলে, তা হলে একটু সজাগ হওয়া ভাল।
6/8
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বহু ক্ষেত্রে শিশুদের এই ঘন ঘন মাথা বা পেটব্যথার কমপ্লেনের উৎস মনের গভীরে। শরীরের নানা সমস্যার মাধ্যমে তা বেরিয়ে আসে।
7/8
যদি দেখেন আপনার সন্তান বা পরিবারের খুদে সদস্যটি সামান্য বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে, বা ঘাবড়ে যাচ্ছে, তা হলে সতর্ক হোন।
8/8
ঘুম বা খিদের চেনা মাত্রায় ফারাক, কারও সঙ্গে মিশতে না চাওয়া, আশপাশে যা ঘটছে তা নিয়ে ভয় পাওয়া--এই ধরনের উপসর্গ যদি বেশি দেখা যায় তা হলে শিশুর মনের দিকে আরও একটু দৃষ্টি দেওয়া দরকার। কারণ সেক্ষেত্রে হয়তো তার পেশাদার সাহায্যের প্রয়োজন পড়তে পারে।
Sponsored Links by Taboola