Covid19 Update: লকডাউনের আগে-পরে সম্পর্কের উন্নতি না অবনতি ? দেখুন কী বলছে সমীক্ষা
করোনাকালে লকডাউনের জেরে দীর্ঘদিন গৃহবন্দী থাকতে হয়েছে মানুষকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন অধিকাংশ মানুষ।(ছবি সৌজন্যে : Pixabay)
কারও কারও ক্ষেত্রে এর খারাপ প্রভাব পড়েছে সম্পর্কে। (ছবি সৌজন্যে : Pixabay)
লকডাউন-পরবর্তী সময়ে সম্পর্কে তাৎপর্যপূর্ণভাবে কমেছে সন্তুষ্টি, ভালোবাসা, ঘনিষ্ঠতা ও আবেগ। (ছবি সৌজন্যে : Pixabay)
Family Relations-এ প্রকাশিত গবেষণায় এই তথ্যই উঠে এসেছে।(ছবি সৌজন্যে : Pixabay)
ভারতে লকডাউনের আগে ও পরবর্তী সময়ে দম্পতি ও সম্পর্কে থাকা যুগলের উপর এই সমীক্ষা চালানো হয়।(ছবি সৌজন্যে : Pixabay)
প্রথমে জানুয়ারি থেকে মার্চ ও পরে মে-তে লকডাউন শেষে একশো যুগলের(বিবাহিত- ৩৫ ও ডেট করা-৬৫) উপর চলে সমীক্ষা।(ছবি সৌজন্যে : Pixabay)
তাতে দেখা গেছে, যাঁরা একে অপরকে ডেট করছিলেন, তাঁদের কমিটমেন্ট প্রভাবিত হয়নি। (ছবি সৌজন্যে : Pixabay)
একসঙ্গে সিনেমা দেখেছেন, পুরনো দিনের কথা মনে করে কাটিয়েছেন।(ছবি সৌজন্যে : Pixabay)
বিবাহিতদের সময় কেটেছে বাড়ির কাজ, সিনেমা দেখে ও রান্না করে।(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -