Lifestyle:ত্বকের রকমফের বুঝে ফেস ওয়াশ ব্যবহার করেন তো?
পেশাদার হোন বা কলেজ-পড়ুয়া। ফেস ওয়াশ ব্যবহার করেন না, এমন সংখ্য়া বোধহয় দিনে দিনে কমছে। কিন্তু কী ভাবে বুঝবেন আপনার ত্বকের জন্য কোন ধরনের ফেস ওয়াশ উপযুক্ত?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাধারণ ভাবে 'ফোমিং ফেস ওয়াশ অ্যান্ড বার ক্লিনসার' যে কোনও ত্বকেই ব্যবহার করা যায়।
তবে ত্বক যদি 'সেনসিটিভ' হয়ে থাকে, তা হলে ক্লে ফেস ওয়াশ ব্যবহার করার পরামর্শ দেন অনেকে। এতে প্যারাবেন, সালফেট জাতীয় কৃত্রিম উপকরণ থাকে না। তাই 'সেনসিটিভি স্কিন' -র জন্য উপযুক্ত এটি।
এবার আসা যাক 'অয়েলি স্কিন'-র কথায়। ভিটামিন সি সমৃদ্ধ জেল-বেসড ফেস ওয়াশ সাধারণ ভাবে এই ধরনের ত্বকে ভাল কাজে দেয়।
এই ধরনের ফেস ওয়াশ তৈলাক্ত ত্বকের আটকে থাকা 'পোরস' পরিষ্কার করার পাশাপাশি অতিরিক্ত Sebum দূর করে।
যাঁদের ত্বক, এমনিতেই ভীষণ শুষ্ক তাঁদের জন্য আবার অন্য রকম ফেস ওয়াশ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ক্রিমবেসড ও ময়শ্চারাইজিং ফেস ওয়াশ এই ধরনের ত্বকের ক্ষেত্রে বেশি উপযোগী। কারণ সেক্ষেত্রে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আর্দ্রতাও পায়।
ফেস ওয়াশ বাছার সময় দু'টি দিকে খেয়াল রাখতে বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত, কী কী উপকরণ দিয়ে সেটি তৈরি, সেটা ভাল করে পড়ে নেওয়া দরকার। দুই, মুখে ব্যবহারের আগে হাতের উপর এটি ব্যবহার করে পরীক্ষা করে নেওয়া দরকার। পার্শ্বপ্রতিক্রিয়া হলে অবিলম্বে ডাক্তারের কাছে যাওয়া দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -