Holi: দোল-হোলিতে মন ভরে রঙ খেলুন, সতর্ক থাকুন চোখের ব্যাপারে, কীভাবে নিরাপদে থাকবেন?

Eye Care Tips: দোল বা হোলিতে শুরু ত্বক কিংবা চুলের যত্ন নিলেই হবে না। চোখের দিকেও বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে পারেন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই আসছে রঙের উৎসব। জমিয়ে দোল বা হোলি খেলার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন।
2/10
দোলের দিন ত্বক এবং চুলের পরিচর্যায় প্রায় সকলেই নজর দেন। দোলের আগে এবং পরে, দু'ক্ষেত্রেই ত্বক এবং চুলের বেশ যত্ন নিয়ে থাকেন অনেকেই।
3/10
তবে দোল বা হোলিতে শুরু ত্বক কিংবা চুলের যত্ন নিলেই হবে না। চোখের দিকেও বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে পারেন।
4/10
দোল বা হোলির দিন রঙ খেলার সময় খেয়াল রাখুন যাতে চোখে কোনওভাবে রঙ বা আবির ঢুকে না যায়। এর জন্য সানগ্লাস পরতে ভুলবেন না।
5/10
এছাড়াও যেহেতু দোল বা হোলির দিন মূলত দিনেরবেলাতেই রঙ খেলায় মাতেন সকলে তাই রোদ থেকে বাঁচতেও চোখে সানগ্লাস রাখা অবশ্যই দরকার।
6/10
যাঁরা লেন্স পরেন তাঁরা রঙ খেলার সময় কোনওভাবেই লেন্স পরবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। লেন্সের তুলনায় চশমা পরা আপনার জন্য নিরাপদের।
7/10
চোখে যদি কোনওভাবে রঙ বা আবির অসাবধানে ঢুকে যায়, তাহলে চোখ রগড়াবেন না বা ডলতে শুরু করবেন না। পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে নেওয়া প্রয়োজন এইসব ক্ষেত্রে।
8/10
চোখে জল দেওয়ার আগে ভালভাবে হাত ধুয়ে নিন। অন্তত যাতে প্রাথমিক ভাবে লেগে থাকা রঙটুকু ধুয়ে বেরিয়ে যায়। চোখে যাতে না রঙ না ঢোকে যেই জন্যেও পরুন সানগ্লাস।
9/10
যাঁদের চুল বড় তাঁরা চুল খুলে কোনওমতেই দোল বা হোলি খেলতে যাবেন না। চুলের মধ্যে লেগে থাকা রঙ বা আবিরের গুঁড়ো চোখে ঢুকে যেতে পারে অনায়াসে। তাই সতর্ক থাকুন।
10/10
কাউকে রঙ বা আবির মাঝানোর সময়েও সতর্ক থাকুন যাতে তার চোখে আবির বা রঙ ঢুকে না যায়। সরাসরি মুখের মধ্যে রঙ বা আবির ঘষে না দএয়ারি ভাল। ছবি সূত্র-পিক্সেলস।
Sponsored Links by Taboola