Nose care: আর্দ্র আবহাওয়ায় যত্ন নিন নাকের, রইল ঘরোয়া টিপস
মুখের সৌন্দর্য নিয়ে আমরা সকলেই কম বেশি চিন্তা করে থাকি। কিন্তু মুখের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নাক। আমরা সেদিক এড়িয়েই যাই। নাকের উপরিভাগ এবং নাকের দু’পাশের দুই কোণের ত্বকে সমস্যার অর্থ হল মুখের সৌন্দর্য্যেও ছাপ পড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই এই আর্দ্র আবহাওয়ায় নাকের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত যত্ন না নিলে নাকের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।
নাকের ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যা হচ্ছে ব্ল্যাকহেডস। ধুলোবালির সংস্পর্শে এসে এই ব্রণগুলো কালো হয়ে যায়, পরবর্তীতে যাকে ব্ল্যাকহেডস বলা হয়।
ঋতুবদলের সময় নাকের নানা সমস্যা খুব বৃদ্ধি পায়। কীভাবে নাকের যত্ন নেবেন রইল কয়েকটা ঘরোয়া টিপস৷
কোনও সাবান ব্যবহার না করাই ভাল। অ্যালকোহল যুক্ত ক্লিনজারও এড়িয়ে চলুন।
গাজর ও লেবুর রসের সঙ্গে বেসন মিশ্রণ খুব কাজের। নাকের ত্বক মসৃণ করতে ১ চামচ মধু, ১০-১২ ফোঁটা লেবুর রস, ২ চামচ গাজরের রস ও ১ চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দই, ডিম, মধু ও হলুদের মিশ্রণও ব্যবহার করুন। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের ওপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর ধুয়ে ফেলুন।
খাঁটি মধু খুব ভাল নাকের ড্রাই স্কিনের জন্য। শুষ্কভাব না যাওয়া পর্যন্ত ব্যবহার করতে পারেন।
নাক খুব বেশি ড্রাই হলে বেশিবার মুখ ধোয়া বা ওই অংশে জল দেওয়া উচিত নয়। খুব গরম জল ব্যবহার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -