Weight loss tricks : রান্না ঘরে থাকা এই সহজলভ্য উপাদানগুলি ওজন ঝরাতে দারুণ কাজ করে
মধু ও লেবুর গুণের কোনও শেষ নেই। সকাল সকাল এক গ্লাস জলে অর্ধেক পাতি লেবু ও একটু মধু দিয়ে খেলে ফ্রেশ তো লাগবেই, উপকারও পাবেন ষোলআনা। চিনি দেওয়া শরবতের বদলে মধু খান, ওজন বাড়বে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলেবুতে আছে ভিটামিন সি । যা শরীরের পক্ষে খুবই উপকারী।
অ্যাপেল সিডার ভিনিগার ওজন কমানোর সহায়ক। এক গ্লাস জলে ২ চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন।
অ্যাপেল সিডার ভিনিগার প্রদাহ কমায়। এতে আছে অ্যাসেটিক অ্যাসিড, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
সকালে চিনি দুধ দিয়ে চা না খেয়ে চুমুক দিন গ্রিন টি-তে। শরীর তরতাজা রাখতে এর জুড়ি নেই।
গ্রিন টি-তে আছে অ্যান্টি অক্সিডেন্ট। আর পেট পরিষ্কার রাখতেও সহায়ক।
অ্যালো ভেরা গাছ বাড়িতেই লাগিয়ে নিন। এর জুস খেতে পারেন। গায়ে মাখতে পারেন।
মেটাবলিক রেট বাড়াতে সহায়ক অ্যালো ভেরা। তাছাড়া পেটের রোগেও দারুণ কাজ করে এই উপাদান।
গোল মরিচ খেতেও বেশ। উপকারীও। এতে পিপারিন বলে একটি ক্ষার থাকে যা ওজন কমাতে সহায়ক।
গোল মরিচ ওজন নিয়ন্ত্রণে রাখে। গোটা গোল মরিচ বা গুঁড়ো, যেভাবে খুশি খেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -