Weight loss tricks : রান্না ঘরে থাকা এই সহজলভ্য উপাদানগুলি ওজন ঝরাতে দারুণ কাজ করে

ওজন কমাতে জিমে কসরত, যোগাসন কত কী ই তো করা হয়। কিন্তু হাতের কাছেই রয়েছে রান্নাঘরের কিছু উপাদান।

Weight loss : রান্না ঘরে থাকা এই সহজলভ্য উপাদানগুলি ওজন ঝরাতে দারুণ কাজ করে

1/10
মধু ও লেবুর গুণের কোনও শেষ নেই। সকাল সকাল এক গ্লাস জলে অর্ধেক পাতি লেবু ও একটু মধু দিয়ে খেলে ফ্রেশ তো লাগবেই, উপকারও পাবেন ষোলআনা। চিনি দেওয়া শরবতের বদলে মধু খান, ওজন বাড়বে না।
2/10
লেবুতে আছে ভিটামিন সি । যা শরীরের পক্ষে খুবই উপকারী।
3/10
অ্যাপেল সিডার ভিনিগার ওজন কমানোর সহায়ক। এক গ্লাস জলে ২ চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন।
4/10
অ্যাপেল সিডার ভিনিগার প্রদাহ কমায়। এতে আছে অ্যাসেটিক অ্যাসিড, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
5/10
সকালে চিনি দুধ দিয়ে চা না খেয়ে চুমুক দিন গ্রিন টি-তে। শরীর তরতাজা রাখতে এর জুড়ি নেই।
6/10
গ্রিন টি-তে আছে অ্যান্টি অক্সিডেন্ট। আর পেট পরিষ্কার রাখতেও সহায়ক।
7/10
অ্যালো ভেরা গাছ বাড়িতেই লাগিয়ে নিন। এর জুস খেতে পারেন। গায়ে মাখতে পারেন।
8/10
মেটাবলিক রেট বাড়াতে সহায়ক অ্যালো ভেরা। তাছাড়া পেটের রোগেও দারুণ কাজ করে এই উপাদান।
9/10
গোল মরিচ খেতেও বেশ। উপকারীও। এতে পিপারিন বলে একটি ক্ষার থাকে যা ওজন কমাতে সহায়ক।
10/10
গোল মরিচ ওজন নিয়ন্ত্রণে রাখে। গোটা গোল মরিচ বা গুঁড়ো, যেভাবে খুশি খেতে পারেন।
Sponsored Links by Taboola