Office Romances: কাজের জায়গাতেই প্রেম? আমেরিকা, ব্রিটেনকে ছাপিয়ে অফিস রোম্যান্সে দ্বিতীয় ভারত

Romance in Office: অফিস সর্বস্ব জীবনই কি দায়ী? ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
সময়ের সঙ্গে জীবনও অফিস সর্বস্ব হয়ে উঠছে। দিনের বেশির ভাগ সময়টাই অফিসে কেটে যায়। সহকর্মীরাই হয়ে ওঠে পরিবার।
2/10
সময়ের সঙ্গে অফিসে প্রেমও বাড়ছে। সহকর্মীর মধ্যেই জীবনসঙ্গী খুঁজে নিচ্ছেন বহু মানুষ। পৃথিবীর সর্বত্রই এমন ঘটে। তবে অফিসে প্রেমের নিরিখে ভারত অন্য় দেশগুলির তুলনায় অনেকটাই এগিয়ে।
3/10
Ashley Madison-এর একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, অফিসে প্রেম হওয়ার নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। YouGov-এর সঙ্গে জোট বেঁধে পৃথিবীর ১১টি দেশকে নিয়ে সমীক্ষা চালানো হয়।
4/10
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইতালি, মেক্সিকো, স্পেন, সুইৎজারল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশের ১৩ হাজার ৫৮১ জনকে নিয়ে সমীক্ষাটি হয়।
5/10
আর ওই সমীক্ষাতেই মেক্সিকোর পর তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। দেখা গিয়েছে, ভারতে প্রতি ১০ জনের মধ্যে অন্তত চার জন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছেন বা কোনও কালে প্রেম করেছেন।
Continues below advertisement
6/10
মেক্সিকোর ৪৩ শতাংশ জনসংখ্য়া অফিসে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন।ভারতে এই হার ৪০ শতাংশ।
7/10
আমেরিকা, ব্রিটেন, কানাডায় এই হার তুলনামূলক অনেকটাই কম, ৩০ শতাংশ। এর জন্য সেখানকার কাজের পরিবেশের ভূমিকাও রয়েছে। অফিস সর্বস্ব জীবন নয় সেখানে।
8/10
তবে সমীক্ষায় দেখা গিয়েছে, অফিসে প্রেমে এগিয়ে রয়েছেন পুরুষরাই। ৫১ শতাংশ পুরুষ অফিসে প্রেম করার কথা জানিয়েছেন। ৩৬ শতাংশ মহিলাই অফিসে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
9/10
এর জন্য় লিঙ্গ-বৈষম্যর দিকেই আঙুল তুলছেন অনেকে। অফিসে প্রেমের কথা চাউর হলে মেয়েদেরই বেশি করে প্রশ্নের মুখে পড়তে হয় বলে দাবি তাঁদের।
10/10
অন্য দিকে, অফিসের প্রেম নিয়ে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি সাবধানী। ব্যক্তিগত জীবন ও কাজকে গুলিয়ে ফেলেন না তাঁরা। অফিসের কারও সঙ্গে প্রেম করা থেকে বিরত থাকার চেষ্টাও করেন।
Sponsored Links by Taboola