International Day of Education 2022: কোডিং, অলঙ্করণ, অতিমারিতেই ভবিষ্যতের পথে এগোল পড়ুয়ারা
নতুন শিক্ষা নীতি ঘিরে প্রত্যাশা আকাশ ছুঁতে চাইছে। কিন্তু অতিমারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাই। ডিজিটাল যুগে পড়াশোনাকে ক্যামেরায় বন্দি করে ফেলতে পারলেও, তাতে ঘরে ঘরে ক্লারুমের পরিবেশ তৈরি করা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু গত দু’বছরে কারিগরি শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে অনেকটাই এগিয়ে গিয়েছে পড়ুয়ারা। তাতে অভিভাবকরা যেমন ছেলেমেয়ের আগ্রহের দিকটি জানতে পেরেছেন, তেমনই হাতেকলমে নিজের পছন্দজ অপছন্দ বুঝতে পেরেছে পড়ুয়ারাও। গত দু’বছরে যে দিকগুলি সবচেয়ে বেশি আকর্ষিত করেছে পড়ুয়াদের, জেনে নিন এক ঝলকে।
সময়ের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের পরিসর বেড়েছে অনেকটাই। আকর্ষণীয় পেশার তালিকায় ঢুকে পড়েছে ইলাস্ট্রেশন বা অলঙ্করণ, গ্রাফিক ডিজাইনিং-এর মতো ক্ষেত্র। অতিমারিতে ডিজিটাল ইলাস্ট্রেশন আকর্ষিত করেছে পড়ুয়াদেরও।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ইনস্টাগ্রামের মতো ফোটো শেয়ারিং অ্যাপ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে সংবাদপত্র এবং পত্রিকার অলঙ্করণের কৌশল রপ্ত করতে দেখা গিয়েছে পড়ুয়াদের।
বইয়ের পাতা ওল্টানোর সংজ্ঞা পাল্টে দিয়েছিল কিন্ডল। এখন খবর পড়ার মূল মাধ্যমই হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই কোডিং শেখার হিড়িকও বেড়েছে।
আট বছর বয়স থেকে কোডিং শিখতে শুরু করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। নিজের মেয়েকে তিন বছর বয়স থেকে কোডিং শেখাতে শুরু করেছেন তিনি। অতিমারিতে ছোট ছোট ছেলেমেয়েরাও কোডিং সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে।
পড়াশোনা, কাজের চাপে দু’ছত্র লেখার অভ্যাস প্রায় অবলুপ্তির পথে। কিন্তু অতিমারি তা কিছুটা হলেও ফিরিয়ে এনেছে। অনলাইন মাধ্যমকে ব্যবহার করে লেখার কৌশল রপ্ত করতে আগ্রহী হতে দেখা গিয়েছে পড়ুয়াদের।
তবে লেখালেখির মধ্যে কবিতার প্রতিই সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে। নিজের লেখা কবিতা নেটমাধ্যমে পোস্ট করাই হোক বা অনলাইন কবিতা লেখার ওয়ার্কশপে যোগদান, অনেককেই সামিল হতে দেখা গিয়েছে।
বিশ্বায়নের যুগে ভারতীয় সংস্কৃতির পরিব্যাপ্তি ঘটেছে অনেকটাই। তাতে ঢুকে পড়েছে সঙ্গীতের জগৎও। টিভি সিরিয়ালের সংলাপ তুলে গান তৈরি হোক বা রাজনীতিকদের ব্যাঙ্গাত্মক মন্তব্য, বাদ্যযন্ত্রের সঙ্গে মিলেমিশে পরিণত হয়েছে গানে।
তবে এই অতিমারিতে তবলা শেখার প্রতি আগ্রহ দেখা গিয়েছে ছেলেমেয়েদের। প্রবাদপ্রতিমদের ভিডিয়ো দেখে, অনলাইন ক্লাস থেকে তবলার খুঁটিনাটি রপ্ত করতে পাওয়া গিয়েছে বহু ছেলেমেয়েকে।
অতিমারিতে প্রযুক্তির প্রতি নির্ভরতা বেড়েছে অনেকটাই। তাই রোবোট তৈরির দিকেও ঝুঁকতে দেখা গিয়েছে পড়ুয়াদের। রোবট গাড়ি, মিনি রোবট, বাড়িতে বসেই উদ্ভাবনের দিকে পা বাড়াতে দেখা গিয়েছে পড়ুয়াদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -