International Day of Happiness 2022: সুখ অর্জনই প্রত্যেকের জীবনের লক্ষ্য হোক, বিশেষ দিনে বার্তা রাষ্ট্রপুঞ্জের
সুখের সন্ধানে বিশ্বের বেশিরভাগ মানুষেরই যাবতীয় প্রচেষ্টা। সুখ পাওয়ার জন্যই মানুষ নানা কাজ করে চলে। সুখ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান চাহিদা। জীবনে ভালভাবে বেঁচে থাকার জন্য সুখ অত্যন্ত জরুরি। আজ সেই সুখের দিন। আজ বিশ্ব সুখ দিবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৩ থেকে প্রতি বছর ২০ মার্চ দিনটি পালিত হয় বিশ্ব সুখ দিবস হিসেবে। ২০১২ সালের ১২ জুলাই এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বের অন্যতম সুখী দেশ ভুটানের উদ্যোগেই দিনটি পালিত হচ্ছে।
গত শতাব্দীর সাতের দশকে ভুটানই জাতীয় আয়ের চেয়েও সুখের উপরেই বেশি জোর দেওয়ার কথা বলেছিল। হিমালয়ের কোলে ছোট্ট এই দেশটির লক্ষ্য সফল। রাষ্ট্রপুঞ্জের ৬৬ তম সাধারণ সভায় বিশ্বের একমাত্র দেশ হিসেবে জিডিপি-র চেয়েও সুখের মাপকাঠি বেশি ভুটানে।
ভুটান প্রমাণ করে দিতে পেরেছে, নাগরিকদের সুখ ও কল্যাণই অর্থনীতির নতুন দৃষ্টান্ত।
২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ স্থায়ী উন্নয়নের যে ১৭টি লক্ষ্যমাত্রার কথা বলে, তার মধ্যে ছিল দ্রারিদ্র্য দূর করা, অসাম্য কমিয়ে আনা এবং পৃথিবীকে রক্ষা করা। সারা বিশ্বের মানুষের সুখ ও কল্যাণই প্রধান লক্ষ্য বলে জানানো হয়।
আজ বিশ্ব সুখ দিবসে ব্যক্তিগত জীবনে সুখের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে। সুখ কতটা জরুরি, সেটাই মানুষকে বোঝানো হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের বার্তা, প্রত্যেকেরই জীবনের লক্ষ্য হওয়া উচিত সুখ অর্জন করা। যেটা করলে সুখী হওয়া যায়, সেটাই করা উচিত প্রত্যেকের।
এবারের বিশ্ব সুখ দিবসের থিম ‘শান্ত থাকুন, বুদ্ধি করে কাজ করুন এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হন।’ সুখ ও তৃপ্তি অর্জনের জন্য যো কোনও পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকা জরুরি। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি করে কাজ করলে ভালভাবে পরিস্থিতি অনুধাবন করা যায় এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যায়। অন্যদের সাহায্য করলে, অন্যদের ভুলগুলি ক্ষমার চোখে দেখলে সবারই ভাল লাগে।
এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ইয়েমেন সহ আরও কয়েকটি দেশের মানুষও সমস্যায়। এই পরিস্থিতিতে এবারের বিশ্ব সুখ দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের যে প্রান্তে যিনিই থাকুন না কেন, তিনি যাতে সুখে থাকতে পারেন, সেটা নিশ্চিত করা প্রত্যেকেরই কর্তব্য। নিজের সুখের পাশাপাশি অন্যদের সুখও নিশ্চিত করতে হবে।
অনেক সময়ই আমাদের ভাল থাকা কোনও বস্তু পাওয়া বা না পাওয়ার উপর নির্ভর করে। এর ফলে ভয়, উদ্বেগ, হতাশা ও নিরাশা আমাদের পেয়ে বসে। তাই কোনও বিশেষ বস্তু নয়, যে কোনওভাবে সুখ খুঁজে নেওয়া জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -