Jagannath Rath Yatra 2022: ১০৮ ঘড়া জলে স্নান করে এখন নিভৃতবাসে জগন্নাথ, প্রস্তুত হচ্ছে পুরী, দেখুন ছবি
আষাঢ় মানেই রথযাত্রা। বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রার সূচনা হয়েছে। তারপর বুধবার থেকে শুরু হয়েছে তাঁর নিভৃতবাস।
আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় প্রতি বছর।
করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে।
সেজে উঠেছে পুরীর মন্দির। স্নানযাত্রায় সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান করিয়ে মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।
বিশ্বাস করা হয় পূর্ণিমায় বেশি জল দিয়ে স্নান করলে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়।
এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। বলা হয়, এ সময় জগন্নাথ শুধুমাত্র পাচন খান।
ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়। এই সময়টাই পুরীতে চলে রথযাত্রার প্রস্তুতি। যা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এবছর ১ জুলাই রথযাত্রায় বের হবেন। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি রথে বসে তাঁদের মাসির জায়গায় গুন্ডিচা মন্দিরে যাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -