সুগার নিয়ন্ত্রণে রাখে, ডায়েরিয়া কমাতেও সহায়ক, জামরুলে রয়েছে আরও অনেক গুণ

সুগার নিয়ন্ত্রণে রাখে, কমায় ডায়েরিয়া কমাতেও সহায়ক, জামরুলে রয়েছে আরও অনেক গুণ

জামরুলের উপকারিতা

1/10
ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল। পাশাপাশি এতে থাকা জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
2/10
প্রতি ১০০ গ্রাম জামরুলে ২২ দশমিক মাইক্রোগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।ভিটামিন সি ত্বকের তারুণ্যতা ধরে রাখে
3/10
হজমের সমস্যা রয়েছে যাদের তারা জামরুল খেতে পারেন। এতে পর্যাপ্ত পরিমাণে ডিয়াটরি ফাইবার থাকায় এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
4/10
এটি পেট ফাঁপা ও ডায়ারিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে।
5/10
জামরুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় এই ফল চোখের জন্য উপকারি
6/10
প্রতি ১০০ গ্রাম জামরুলে ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। কাজেই হাড় ও দাঁতের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের জন্য জামরুল খেতে পারেন।
7/10
জামরুলে থাকা পটাশিয়াম শরীরের ইলেক্টোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
8/10
প্রতি ১০০ গ্রাম জামরুলে ৯৩ গ্রাম জল থাকে। যা শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
9/10
জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়।
10/10
জামরুল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টেরল মাত্রাকে নিয়ন্ত্রণ করে।
Sponsored Links by Taboola