Hair Fall Revention: সপ্তাহে একবার প্রয়োগেই বন্ধ হবে চুল ঝরা, থাকবে না খুশকি, টোটকা বলে দিলেন জাভেদ হাবিব
Hair Care Tips: ভাল চুলের গোড়ার কথা। টিপস দিলেন জাভেদ হাবিব। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
কফির কাপে চুমুক দেওয়া মাত্র অদ্ভুত প্রশান্তি ফুটে ওঠে চোখেমুখে। শুধুমাত্র পানীয় হিসেবেই নয়, রূপচর্চাতেও আজকাল কফির ব্যবহার বেড়েছে।
2/10
কিন্তু চুলের স্বাস্থ্য রক্ষার্থেও কফি উপকারী বলে জানতেন কি? হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব বিষয়টি খোলসা করলেন।
3/10
সম্প্রতি ইনস্টাগ্রামে চুলের সমস্যার টোটকা ফাঁস করেন জাভেদ। জানান, চুলের স্বাস্থ্য রক্ষায় কফি প্রয়োগ করা যেতে পারে।
4/10
কিন্তু সরাসরি চুলে কফি মাখানোর কথা বলেননি জাভেদ। কী ভাবে প্রয়োগ করবেন, তাও জানিয়েছেন।
5/10
জাভেদ জানিয়েছেন, মাথা ধোওয়ার পরিকল্পনা থাকলে, শ্যাম্পুর সঙ্গে কফি মিশিয়ে নিন প্রথমে। সেই মিশ্রণই চুলে লাগান।
6/10
সপ্তাহে একবার অন্তত চুলে এই টোটকা প্রয়োগের পরামর্শ দিয়েছেন জাভেদ। কফি মেশানো শ্যাম্পু মাখলে, চুল ঝরা যেমন বন্ধ হবে, তেমনই খুশকি হবে না বলে দাবি জাভেদের।
7/10
ত্বকের স্বাস্থ্য় ফেরাতে কফি ব্যবহার করেন অনেকেই। কিন্তু চুলে কফি মাখার নজির তেমন নেই। তবে জাভেদের এই দাবি একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ক্যাফিন চুলের জন্য় উপকাপী বলে গবেষণাতেও প্রমাণ মিলেছে।
8/10
চুল ঝরার জন্য DHT হরমোনকে দায়ী করা হয়। ২০০৭ সালে ল্যাব স্টাডিতে দেখা যায়, DHT-র প্রভাব থেকে চুলকে রক্ষা করতে পারে ক্যাফিন। চুলের বৃদ্ধি অব্যাহত রাখে। নারী-পুরুষ উভয়ই এতে উপকৃত হন।
9/10
শুধু তাই নয়, রুক্ষ চুল যাঁদের, তাঁরাও কফি ব্যবহার করতে পারেন। কফিতে ফ্ল্যাভনয়েডস রয়েছে, যা চুলের ক্ষতি হতে দেয় না। চুল নরমও হয় এতে।
10/10
তবে মানুষ বিশেষে চুলের স্বাস্থ্য এবং ধরন আলাদা। তাই টোটকা প্রয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 14 Sep 2025 01:02 PM (IST)