Kali Puja 2022 : কালীপুজোর দিন অমাবস্যা কতক্ষণ স্থায়ী? ধনতেরসে গয়না কেনার সেরা সময় কখন?
হিন্দুশাস্ত্রমতে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শক্তির আরাধনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার কালীপুজো কখন থেকে শুরু ? কখন শুরু অমাবস্যা ? কখনই বা ধনতেরস ?
কালী রূপের পাশাপাশি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী (Lakshmi Puja)-গণেশের পুজো (Ganesh Puja) রূপেও পুজিত হন দেবী। এই কালীপুজোকে দ্বীপান্বিতা কালীপুজোও বলা হয়।
চলতি বছর ২৪ অক্টোবর কালীপুজো। সোমবার হবে কালীপুজো। অমাবস্যা তিথি- ২৪ অক্টোহর সোমবার সন্ধ্যে ৪টে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে অমাবস্যা লাগবে।
পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা।
অমৃত যোগ- অমৃত যোগ থাকবে সকালে ৭টা ২০-রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত।
চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷
কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -