Kali Puja 2024: বাজি ফাটাতে গিয়ে হাত পুড়িয়েছেন, জ্বালা করছে চোখ ? কী করবেন
দোরগড়ায় দীপাবলি। কালীপুজোতে যদি বাজি পোড়ানোর কোনও পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে কতগুলি জিনিস মাথায় রাখতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ বাজি পোড়ালে যে রাসায়নিক ধোয়া উৎপন্ন হয়, যা আমাদের চোখে এবং নিশ্বাসের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করলে ক্ষতি করে।
বাজির ধোঁয়া শ্বাসনালি তথা ফুসফুসের ক্ষতি করে। বাজির ধোঁয়ায় চোখের কর্নিয়ায় ঢুকলে দৃষ্টিশক্তিতেও প্রভাব ফেলে দিতে পারে।
মূলত বাজির ধোঁয়ায় সালফার ডাই অক্সাইড, নাইট্রেট, ম্যাঙ্গানিজ-সহ নানাবিধ বিষাক্ত যৌগ উপস্থিত থাকে।
এদিকে আমাদের চোখ খুব স্পর্শকাতর। তাই বলাইবাহুল্য এই ধরণের বিষাক্ত যৌগ চোখের বড়সড় ক্ষতি করতে পারে।
তাই বাজি পোড়ানোর সময় পারলে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। ছোটদের হাতে বিপদজ্জনক বাজি দেবেন না।
যেখানে বাজি পোড়াবেন সেখান বালি দেওয়া কোনও বালতি রাখুন। পোড়ানো হয়ে গেলে তার মধ্যে বাজিগুলি ফেলে দিন।
বাজি পোড়ানোর আগে বার্ণল রাখুন হাতের কাছে। যদি সিরিয়াস কন্ডিশন তৈরি হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে দুবার ভাববেন না।
উল্লেখ্য এবার কালীপুজো সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি বলেছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদন ছাড়া যাতে অন্য কোনও বাজি না ফাটানো হয়, সেদিকে নজর রাখা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -