kangana ranaut manali home: মানালিতে হিমালয়ের কোলে কঙ্গনার দৃষ্টিনন্দন বাড়ি-এক ঝলকে অন্দরের কিছু ছবি
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মনালির বাড়ি বড়ই দৃষ্টিনন্দন। সুবিশাল এই বাড়ি দুই মিটার এলাকাজুড়ে রয়েছে। এটি কঙ্গনার হলিডে হোম। এই বাড়ির আয়তন ৭৬০০ বর্গফুট। রয়েছে সাতটি কামরা। দেখে নেওয়া যাক, কঙ্গনার মানালির বাড়ির অন্দরের কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিমালয় পর্বতের কোলে কঙ্গনার এই বাড়ি। চারদিকে পাহাড়। মানালির পারম্পরিকতার সঙ্গে কঙ্গনার বাডিতে রয়েছে আধুনিক প্রযুক্তির মিশেল।
কঙ্গনার এই বাড়ির অন্দরসজ্জার ভার গ্রহণ করেছিলেন শবনম গুপ্তা। ঘর সাজিয়ে ২০১৭-তে তিনি কঙ্গনার হাতে তা তুলে দেন। অন্দরসজ্জার কাজে লেগেছিল ৯ মাস।
কঙ্গনার এই বাড়িতে ইউরোপীয় দেশে তৈরি বাড়ির অনুভূতি পাওয়া যায়। চারকোল রঙের এই বাড়ির দরজা ও জানালগুলি সাদা রঙের।
পাহাড় ঘেরা এলাকায় এই বাড়ির লুক বেশ গ্ল্যামারাস।বিশেষ করে, তুষারপাত ও শীতের সময়ে এই জায়গা নয়নাভিরাম হয়ে ওঠে।
আসলে কঙ্গনা এমন একটা বাড়ি চেয়েছিলেন, যা তাঁর বাড়ি থেকে দূরে হবে এবং যাতে বড় পর্দার কাজের চূডান্ত ব্যস্ততার ফাঁকে প্রকৃতির কোলে কিছুটা বিশ্রাম নিতে পারেন।
কঙ্গনা রানাউতের বাড়ির মাস্টার বেডরুম থেকে বরফে ঢাকা হিমালয় দেখতে পাওয়া যায়। এই রুমে একটি আর্মচেয়ার ও রাউন্ড মার্বেল ও ড্রেসারও রয়েছে।
কঙ্গনার বাড়ির যিনি নকশা করেছেন সেই শবনম গুপ্তা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, এভাবে একটা বাড়ির কল্পনা করা হয়েছিল। মানালির কোলে একটা ঘর।
শবনম গুপ্তা এই বাড়ি সম্পর্কে আরও বলেছিলেন যে,পাহাড়ের পাথার ওপর সুবিস্তৃত নীলিমা, শান্ত ও একান্ত নিজস্ব পরিবেশ কল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
কঙ্গনার চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্দরসজ্জা করেছেন শবনম। বেড ও বেডসাইড টেবিল তৈরি হয়েছে সাইটেই।
সিঁড়ি একেবারে মধ্যভাগে, তা ঘরের দুই অংশের সঙ্গে শৈল্পিক মেলবন্ধন গড়ে তুলেছে। বাড়ির অন্দরের রঙও অভিনব।
বাড়ির এক অংশের সঙ্গে আর এক অংশের ডিজাইনে রয়েছে অসাধারণ সংমিশ্রণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -