Onion: কাঁদাচ্ছে পেঁয়াজ? এই উপায়ে মিলবে ১০০% মুক্তি

Kitchen Tips: এমন সমস্যা যখন আছে, তখন তার সমাধানও রয়েছে বৈকি। কীভাবে?

নিজস্ব চিত্র

1/9
ভারতীয় রান্নাঘরে পেঁয়াজ সবসময়ের সঙ্গী। রান্নার জন্য সবজি কাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কঠিনও বটে। কিন্তু পেঁয়াজ কাটার প্রসঙ্গ এলেই চোখে জল আসতে বাধ্য। শুধু পরিশ্রমের কারণেই নয়- পেঁয়াজের ঝাঁঝে আক্ষরিক অর্থেই জল আসে চোখে। শুধু যে কাটে সেই নয়, আসপাশের লোকজনেরও সেই দশাই হয়।
2/9
পেঁয়াজ কাটলেই যে চোখের জলের বাঁধ ভাঙে তার পিছনে রয়েছে রাসায়নিকের খেলা। পেঁয়াজে রয়েছে syn-propanethial-S-oxide - নামের একটি রাসায়নিক, যা চোখের অশ্রুগ্রন্থি (Lachrymal glands)-কে উদ্দীপিত (Stimulate) করে।
3/9
পেঁয়াজ কাটলেই এই রাসায়নিক বেরিয়ে আসে, এটি দ্রত বাষ্পীভূত হয়ে যায়, তার ফলে চোখের সংস্পর্শে এলেই জ্বালা করতে শুরু করে। আর তখনই চোখের ক্ষতি বাঁচানোর জন্য় সঙ্গে সঙ্গে কাজ শুরু করে অশ্রুগ্রন্থি- বাঁধ ভাঙে চোখের জলের।
4/9
এমন সমস্যা যখন আছে, তখন তার সমাধানও রয়েছে বৈকি। কীভাবে? তার জন্য রয়েছে একাধিক উপায়। সেগুলি কী কী?
5/9
জমিয়ে নিন পেঁয়াজ:ফ্রিজে রাখুন পেঁয়াজ। তবে বিশেষ ভাবে। প্রথমে খোসা ছাড়িয়ে দুই মাথা কেটে নিতে হবে। তারপর একটি বাটিতে জল নিয়ে তাতে ওই পেঁয়াজ রেখে ভাল করে ঢাকা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিন। সারারাত রেখে দিতে পারেন ফ্রিজে। নয়তো মোটামুটি ঘণ্টা খানেক রাখলেই অনেকটা কাজ হয়ে যাবে। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে তারপর কাজ করে নিন।
6/9
ফ্রিজে রাখার উপায় না থাকলে, সহজ পদ্ধতি রয়েছে একটি। কিচেন ভেন্ট বা কোনও ফ্যানের তলায় পেঁয়াজ কাটতে পারেন। তাহলে যে রাসায়নিক বেরোবে, তা দ্রুত টেনে নেবে ওই ফ্যানের হাওয়া। সহজেই বাইরে চলে যাবে, ফলে চোখের উপর চাপও কম হবে।
7/9
পেঁয়াজ কাটার জন্য যতটা সম্ভব ধারাল ছুরি ব্যবহার করুন। তাহলে বাকি কিছু না করলেও সমস্যা অনেকটাই কমবে। পুরনো ছুরি ব্য়বহার করলে পেঁয়াজ কাটতে সময় বেশি লাগে। তাছাড়া, ধার কম হওয়ার পেঁয়াজের গায়ে আঘাত বেশি লাগে, রাসায়নিক ক্ষরণও অনেক বেশি হয়। ধারাল ছুরির কারণে সহজে কেটে যাবে পেঁয়াজ। রাসায়নিক ক্ষরণও অনেক কম হবে।
8/9
হাতের কাছে কিছুই নেই। ধারাল ছুরিও নেই। তাহলে উপায়? ভরসা হতে পারে সানগ্লাস। চোখের পুরোটা ঢেকে দেবে এমন সানগ্লাস চাই। তা থাকলে রাসায়নিক ক্ষরণ হলেও তা সহজে চোখের সংস্পর্শে আসবে না। ধরুন হঠাৎ করে পেঁয়াজ কাটার দরকার হল, তখন কাজে আসতে পারে এমন উপায়।
9/9
এটাও কাজে দেবে। তবে একটু কঠিন কাজ। জলের নীচে পেঁয়াজ কাটা গেলে চোখের জ্বালা এড়াতে পারেন। এক বাটি জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে পেঁয়াজ কাটতে পারেন। অথবা জলের কল খুলে, জলের ধারার মধ্যে কাটতে পারেন পেঁয়াজ। জলের মধ্যেই দ্রবীভূত হয়ে যাবে রাসায়নিক, আপনার চোখও জ্বলবে না। তবে এই পদ্ধতি বেশ কঠিন, ঠিকমতো করতে গেলে প্র্যাকটিস চাই।
Sponsored Links by Taboola