Kitchen Tips: রান্নাঘরের স্টিলের বেসিন ঝকঝকে করতে কী করবেন ? রইল ঘরোয়া টোটকা

Kitchen Tips: রান্নাঘরের স্টিলের বেসিন ঝকঝকে করতে কী করবেন ? রইল ঘরোয়া টোটকা। চলুন জেনে নেওয়া যাক।

রান্নাঘরের স্টিলের বেসিন ঝকঝকে করতে কী করবেন ? রইল ঘরোয়া টোটকা

1/10
আপনার রান্নাঘরের স্টিলের বেসিন পরিষ্কার রাখতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তাতে বেসিন ঝকঝক করবে।
2/10
ভিনিগারে সাধারণত ১০ শতাংশ অ্যাসেটিক অ্যাসিডের পরিমাণ উপস্থিত থাকে। ভিনিগার দিয়েও অনেক সময় খুব ভাল পরিষ্কার করা যায় বেসিনকে।
3/10
লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবু দিয়েও পরিষ্কার করা সম্ভব আপনার রান্নাঘরে বেসিন।
4/10
বেসিন ঝকঝকে রাখতে অলিভ অয়েলেরও জুড়ি মেলা ভার। অনেকেই এটা ব্যবহার করে থাকেন। তবে তা একটু খরচ সাপেক্ষ।
5/10
বেসিন পরিষ্কার করতে লিকুইড সাবানও ব্যবহার করতে পারেন।
6/10
পাশাপাশি তেঁতুল দিয়েও বেসিন খুব সুন্দর পরিষ্কার করা সম্ভব। কারণ এতেও আছে কিছুটা পরিমাণ অ্যাসিড।
7/10
তবে আপনি যদিও প্রতিদিন বেসিনকে ঝকঝকে রাখতে চান, তাহলে ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন।
8/10
পাশাপাশি অনেকেই কস্টিক সোডাও ব্যবহার করেন। তবে তা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত। হাতে গ্লাভস পরা উচিত। নতুন ত্বকের ক্ষতি হবে।
9/10
আপনি এইভাবে আপনার রান্নাঘর তথা বেসিন পরিষ্কার করতে পারেন।
10/10
তবে খেয়াল রাখবেন, আপনার এই সামগ্রীগুলি যেনও ফ্রেশ হয়, নতুন অন্য অসুবিধা তৈরি করবে।
Sponsored Links by Taboola