Kitchen Tips: রান্নাঘরের স্টিলের বেসিন ঝকঝকে করতে কী করবেন ? রইল ঘরোয়া টোটকা
আপনার রান্নাঘরের স্টিলের বেসিন পরিষ্কার রাখতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তাতে বেসিন ঝকঝক করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিনিগারে সাধারণত ১০ শতাংশ অ্যাসেটিক অ্যাসিডের পরিমাণ উপস্থিত থাকে। ভিনিগার দিয়েও অনেক সময় খুব ভাল পরিষ্কার করা যায় বেসিনকে।
লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবু দিয়েও পরিষ্কার করা সম্ভব আপনার রান্নাঘরে বেসিন।
বেসিন ঝকঝকে রাখতে অলিভ অয়েলেরও জুড়ি মেলা ভার। অনেকেই এটা ব্যবহার করে থাকেন। তবে তা একটু খরচ সাপেক্ষ।
বেসিন পরিষ্কার করতে লিকুইড সাবানও ব্যবহার করতে পারেন।
পাশাপাশি তেঁতুল দিয়েও বেসিন খুব সুন্দর পরিষ্কার করা সম্ভব। কারণ এতেও আছে কিছুটা পরিমাণ অ্যাসিড।
তবে আপনি যদিও প্রতিদিন বেসিনকে ঝকঝকে রাখতে চান, তাহলে ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন।
পাশাপাশি অনেকেই কস্টিক সোডাও ব্যবহার করেন। তবে তা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত। হাতে গ্লাভস পরা উচিত। নতুন ত্বকের ক্ষতি হবে।
আপনি এইভাবে আপনার রান্নাঘর তথা বেসিন পরিষ্কার করতে পারেন।
তবে খেয়াল রাখবেন, আপনার এই সামগ্রীগুলি যেনও ফ্রেশ হয়, নতুন অন্য অসুবিধা তৈরি করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -