Kiwi Benefits: কিউই ফল খাওয়া কেন ভাল? কী কী উপকার হবে শরীর-স্বাস্থ্যের
Kiwi Fruit Health Benefits: বিভিন্ন ধরনের ফলের মধ্যে কিউই কেন খাবেন? কী কী উপকার পাবেন, দেখে নিন।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। বিভিন্ন ধরনের ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। এই তালিকায় রাখতে পারেন কিউই ফল।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। কিউই একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল। তাই এই ফল খেলে আমাদের শরীরে বাড়বে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। নিয়ম করে ভিটামিন সি সমৃদ্ধ কিউই ফল খেলে সহজে অসুস্থ হবেন না আপনি। সহজে কোনও সংক্রমণ হবে না আপনার।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। কিউই একটি ফাইবার সমৃদ্ধ ফল। তাই এই ফল খেলে পেট ভরে থাকবে অনেকক্ষণ। কিউই আপনি রস করেও খেতে পারেন। আবার অন্যান্য ফলের মতো কেটে টুকরো করেও খাওয়া যেতে পারে কিউই।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। কিউই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পটাশিয়াম। তাই এই ফল খাওয়া হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। কিউই খেলে হার্ট ভাক থাকে। এর পাশাপাশি দূর হয় হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেবে এই ফল খাওয়ার অভ্যাস।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিউই ফল। শরীরে কোথাও ব্লাড ক্লট হতে দেয় না। বিশেষ করে হৃদযন্ত্রে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। কিউই ফল খেলে মজবুত হয় হাড়ের গঠন। হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব হয়। হাড় মজবুত করতেও সাহায্য করে এই ফলের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। দৃষ্টি শক্তি ভাল রাখতে কিউই ফল খেতে পারেন। অনেক বয়স পর্যন্ত চোখের স্বাস্থ্য ভাল থাকবে এই ফল খাওয়ার অভ্যাস থাকলে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। আমাদের ত্বকের জন্যেও ভাল কিউই ফল খাওয়ার অভ্যাস। এই ফলে থাকা বিভিন্ন উপকরণ ত্বকের জেল্লা বাড়ায়, কালচে দাগছোপ দূর করে।
Published at : 24 Dec 2025 08:06 AM (IST)