ওজন কমাতে সাহায্য করে, হার্টের জন্যও উপকারী, গুণে ভরপুর ধনে বীজ
ওজন কমাতে সাহায্য করে, হার্টের জন্যও উপকারি, গুণে ভরপুর ধনে বীজ
ধনে বীজের উপকারিতা
1/10
নিয়মিত এই জল সকালে খালি পেটে পান করলে দ্রুত ওজন কমবে।
2/10
ধনের বীজে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ, বি-ক্যারোটিনয়েডস, পলিফেনলসের মতো উপকারী ভেষজ গুণ। ধনে বীজ ও পাতায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল।
3/10
ধনে ভেজানো জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জল উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ফ্রি ব়্যাডিকাল কমাতে সাহায্য করে।
4/10
হজমশক্তি বাড়ায় ধনিয়ার জল। পাচনতন্ত্র সুস্থ রেখে হজমশক্তি বাড়ায়
5/10
এই বীজ ওজন কমাতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সডেন্টে এবং প্রয়োজনীয় ভিটামিনের ভাল উৎস। যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।
6/10
ধনের বীজ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।
7/10
আর্থ্রাইটিসের সমস্যায় সেরা ঘরোয়া দাওয়াই ধনিয়ার জল। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমূহ আর্থাইটিসের সমস্যা থেকে মুক্তি দেয়।
8/10
নিয়মিত ধনে বীজ ভেজানো জল পান করলে কিডনি ভাল থাকে।
9/10
ধনেয় বীজে রয়েছে ভিটামিন কে, সি, বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আরও রয়েছে বিভিন্ন খনিজ উপাদান। এগুলি ত্বক ও চুলের জন্য উপকারী।
10/10
হজমে সমস্যা যেমন- পেট ফোলা, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, বমি বমিভাব ইত্যাদি দূর করতে ধনে সাহায্য করে।
Published at : 20 Feb 2023 05:23 PM (IST)