Ice Cream in Winter: শীতের আমেজে আইসক্রিম ! রইল একগুচ্ছ উপকারিতা
আইসক্রিমে থাকা ভিটামিন, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। তবে ঠান্ডা লাগলে আইসক্রিম এড়িয়ে চলা ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসক্রিমের মিনারেল স্বাস্থ্য ঠিক রাখে। অনেকসময়ই, শীতে ডিহাইড্রেশন হলে , তার ভারসাম্য বজায় রাখে।
মেজাজ ভাল রাখতে আইসক্রিম খান। আজ্ঞে হ্যাঁ, অনেক সময়ই মুড সুইং করে আইসক্রিম।
ওজন কমাতেও আইসক্রিম খেতে পারেন। যাদেরই ওজন জনিত সমস্যা, আইসক্রিম খেলে ওজন কমাতে পারেন।
আইসক্রিম দাঁত ও হাড় মজবুত রাখে। তবে দাঁতের নার্ভ জনিত সমস্যা হলে আইসক্রিম এড়িয়ে যান।
আইসক্রিম ক্যানসারের প্রবণতা কমায়। তবে এই রোগ যেহেতু প্রকাশ্যে আসে খুব দেরি করেই, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়।
আইসক্রিমে অনেক সময় অ্য়াকটিভিটি বাড়ে। কাজের সময় মুড ঠিক রাখে। অনেক সময়ই মনোরোগও ধরে রাখে।
ঠান্ডা লাগলে আইসক্রিম এড়িয়ে যান। তবে শরীর ঠিক থাকলে আইসক্রিমের স্বাদ নেওয়া যেতেই পারে এই শীতেও।
শীতের আমেজের মাঝে প্রায় সব ঘরে ঘরেই সর্দি-কাশি। যদি শরীর খারাপ হয়ে থাকে, তাহলে আইসক্রিম এড়িয়ে চলাই ভাল।
আইসক্রিম বহুদিনের পুরনো হলে খাবেন না। আইসক্রিম অতিরিক্ত খাওয়া ভাল নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -