Diabetes : ডায়াবেটিস হলে পা হতে পারে অসাড় ! ভয়ঙ্কর হতে পারে ক্ষত, কীভাবে সাবধান হবেন ডায়াবেটিক ফুট থেকে?
ডায়াবেটিস। সরাসরি ঘাতক রোগ না হলেও এর প্রভাব সুদূরপ্রসারী, গভীর। মধুমেহ আসলে সায়লেন্ট কিলার। সিঁধ কেটে ঢোকে শরীরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহয়ত যখন ধরা পড়ল, তখন ব্লাড সুগার লেভেল হাই। তারপর চোরাগোপ্তা আক্রমণ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর। ডায়াবেটিসের প্রভাবে কিডনি, লিভার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই এর প্রভাব পড়ে চামড়াতেও।
কার কতদিন ধরে ডায়াবেটিস রয়েছে, তার উপরই নির্ভর করে রোগী ডায়াবেটিস নিউরোপ্যাথিতে আক্রান্ত হবেন কি না। যাঁর ঠিক সময়ে ডায়াবেটিস ধরা পড়ে, তাঁর ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম!
পায়ে পেরেক ফোটার মতো ঘটনা থেকে তৈরি হতে পারে পা বাদ দেওয়ার মতো পরিস্থিতিও (lower limb amputation)।
আঘাত লাগলে সাড় না পাওয়া, ব্যথা না বোঝা, এই হাইপো অ্যাস্থেশিয়ার লক্ষণ। এর ফলে অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে পেরেক ফুটলেও টের পাওয়া যায় না। অসাড়ে পায়ের গভীরে ইনফেকশন ছড়াতে থাকে। যাকে ডায়াবেটিক ফুট বলা হয়ে থাকে।
পায়ের মাংস বা লিগামেন্টে ক্ষত সৃষ্টি হওয়া, পায়ের হাড়ে ক্ষত তৈরি হওয়া, নখে পচন ধরে যাওয়ার মতো সমস্যা হয় ডায়াবেটিক ফুট বা ফুট আলসারে।
শরীরে ডায়াবেটিস থাকলে অনেক সময়ই অঙ্গ প্রত্যঙ্গের সার কমে যেতে পারে। সহজে ক্ষত সারতে চায় না। এর ফলে পা ঘামতে থাকে। ফুট আলসারে পা ফুলে যায়। পায়ে তরল পদার্থ বা পুঁজ জমতে থাকে, । দুর্গন্ধ বার হয়।
ডায়াবেটিক ফুট আলসার হলে জুতোর দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। খোলামেলা জুতো পরা দরকার। জুতো থেকে পায়ে যাতে কোনও সংক্রমণ না হয় সে দিকেও নজর রাখতে হবে। পায়ের দিকে বিশেষ নজর দিন, কোনও ক্ষত নজরে পড়লেই আগে ডাক্তার দেখান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -