Office Vastu: চাকরিতে পদোন্নতি হচ্ছে না, হাতছাড়া হচ্ছে সুযোগ ? বাস্তুগত দিক থেকে এই ভুলগুলি করছেন না তো ?

Office Vastu Tips: অফিসের বাস্তু টিপস, বাস্তু মতে অফিসের সঠিক স্থানে বসা জরুরি, বাস্তুর নিয়ম মেনে সাফল্যের শিখরে পৌঁছন

Continues below advertisement

চাকরিতে পদোন্নতি হচ্ছে না, হাতছাড়া হচ্ছে সুযোগ ? বাস্তুগত দিক থেকে এই ভুলগুলি করছেন না তো ?

Continues below advertisement
1/10
যে সকল ব্যক্তি চাকরি করেন, তাদের জীবনে বাড়ির পাশাপাশি অফিসেরও গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। কারণ দিনের অনেকটা সময়েই অফিসে কাটে।
2/10
যে ভাবে বাড়ির সঠিক বাস্তু ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, ঠিক সেই ভাবেই অফিসে আপনার বসার সঠিক দিকও কর্মজীবনে আসা বাধা দূর করে।
3/10
বাস্তুশাস্ত্রে দিকগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সেই স্থানের জন্য যেখানে আপনি দিনের অধিকাংশ সময় কাটান।
4/10
অফিসে সঠিক দিকে বসে কাজ করলে একাগ্রতা বাড়ে এবং কাজের গুণগত মানেও ভালো পরিবর্তন আসে।
5/10
বাস্তু শাস্ত্র অনুসারে, অফিসে পূর্ব (East) বা উত্তর (North) দিকে মুখ করে বসা শুভ মানা হয়।
Continues below advertisement
6/10
চেষ্টা করুন উত্তর-পূর্ব (North-East) দিকে মুখ করে বসাও শুভ বলে মনে করা হয়।
7/10
এই দুটো দিকে বসে কাজ করলে চিন্তা করার ক্ষমতা বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়।
8/10
অপরদিকে এছাড়াও বাস্তুর এই নিয়ম রীতি মেনে চললে জীবনে চাকরির অনেক সুযোগ আসে।
9/10
বাস্তু শাস্ত্র অনুসারে, অফিসে আপনার মুখ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে কখনোই হওয়া উচিত নয়। মূলত এই দুটি দিককে অশুভ মনে করা হয়। এতে আপনার সার্বিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola