Easy Hacks for Cooking: ঝক্কির রান্না কয়েক মিনিটেই! কীভাবে করবেন?
রান্না কারও প্যাশন, কাউকে আবার বাধ্য হয়ে করতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ যাই হোক, রান্না করা যথেষ্ট সময়সাপেক্ষ।
সময় বাঁচাতে তাই রান্না নিয়ে ছোটখাটো কিছু টিপস জেনে রাখা ভাল।
এমন কিছু কিছু টিপস রয়েছে যা অনেকটাই সহজ করে দেয় আপাত কঠিন কোনও কাজ।
পেঁয়াজ ভেজে বাদামি রং আনতে সময় লাগে, সামান্য নুন বা চিনি মেশালেই ঝটপট হয়ে যাবে।
বরবটি কাটা বেশ মুশকিল। একসঙ্গে নিয়ে দু প্রান্তে রাবার ব্যান্ড বেঁধে নিন, দ্রুত হবে কাজ ।
দুধ ফোটার সময় সামান্য ভুলচুক হলেই উথলে পড়ে। কাঠের হাতা আড়াআড়ি রাখুন পাত্রের উপর
ছোলা ফোটানোর সময় একটি টি ব্যাগ ফেলে দিন পাত্রে, দেখতেই দারুণ হবে
শুকনো ফল ভাল রাখতে কাচের জার বেছে নিন, তবে সেটা এয়ারটাইট হতে হবে।
এই পরামর্শগুলি মেনে চললেন বাঁচবে রান্নার সময়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -