Kojagori Lakshmi Puja 2022: কোজাগরী লক্ষ্মীপুজোয় কোন মন্ত্রে তুষ্ট করা যাবে দেবীকে?
আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুদের প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলক্ষ্মীর কৃপা সম্পূর্ণ রূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন করলে তিনি সন্তুষ্ট হন। লক্ষ্মী হলেন আদিশক্তির সেই রূপ, যিনি বিশ্বকে বস্তুগত সুখ প্রদান করেন।
শাস্ত্রমতে সমৃদ্ধি, অর্থ, দ্রব্য, রত্ন এবং ধাতুর অধিপতি দেবীকে বলা হয় লক্ষ্মী। শাস্ত্রজ্ঞরা বলেন, লক্ষ্মী লাভের কিছু উপায় আছে, যা করলে তিনি প্রসন্ন হন এবং তার কৃপা বর্ষণ করেন।
লক্ষ্মীপুজোর সময় উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন। ন'টি তেলের বাতি জ্বালান। এরপর একটি থালায় স্বস্তিক তৈরি করে পুজো করুন। এর ফলে আর্থিক দিক থেকে অলৌকিক ফল পাবেন, এমনটাই মত।
অর্থ সংকট থেকে মুক্তি পেতে, দেবীর পুজো করুন এবং প্রতিদিন পুজোর সময় দেবীর মূর্তির উপরে লবঙ্গ অর্পণ করুন।
লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়ুন এবং ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়।
Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এবিপি আনন্দ এই সকল তথ্যকে নিশ্চিত করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -