Foot Care Tips: জমা জল থেকে পায়ে হতে পারে মারাত্মক ইনফেকশন, পুজোর আগে সতর্ক থাকতে কী কী করবেন?

Foot Care: জমা জলে পা দিলে হতে পারে মারাত্মক সংক্রমণ। সতর্ক থাকতে কীভাবে পায়ের যত্ন নেবেন, জেনে নিন।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র - পিক্সেলস। একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। তার জেরে জলও জমছে বিভিন্ন জায়গায়।
2/10
ছবি সূত্র - পিক্সেলস। এই জমা জলে পা দিলে ইনফেকশন হতে বাধ্য। সংক্রমণ এড়াতে চাইলে পুজোর আগে ভালভাবে পায়ের যত্ন করতে হবে।
3/10
ছবি সূত্র - পিক্সেলস। পায়ের ইনফেকশন এড়াতে কীভাবে পরিচর্যা করবেন? আপনার জন্য রইল সহজ কিছু টিপস।
4/10
ছবি সূত্র - পিক্সেলস। জল ঠেলে বাড়ি ফিরে সবার আগে ভালভাবে সাবান দিয়ে পা পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু করতেই হবে।
5/10
ছবি সূত্র - পিক্সেলস। এরপর গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে অন্তত মিনিট ১০-১৫ পা ডুবিয়ে রাখুন। এর ফলে পায়ের ব্যথাও কমবে। আরাম পাবেন। ইনফেকশনের সম্ভাবনাও কমবে।
6/10
ছবি সূত্র - পিক্সেলস। আপনি চাইলে গরম জলে লিকুইড সাবান কিংবা অল্প শ্যাম্পু দিয়েও পা ডুবিয়ে রেখে পা পরিষ্কার করে নিতে পারে।
7/10
ছবি সূত্র - পিক্সেলস। জমা জলে পা দিলে বাড়ি ফিরে অবশ্যই পায়ে ভালভাবে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। বিশেষত আঙুলের ফাঁকের অংশ সাফ করতে হবে।
8/10
ছবি সূত্র - পিক্সেলস। পা পরিষ্কার হয়ে গেলে ভালভাবে জল মুছে নিতে হবে। পায়ের জল একদম শুকনো করে মুছে না নিলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে।
9/10
ছবি সূত্র - পিক্সেলস। পা পরিষ্কারের পর ধুয়ে নেওয়ার সময় খেয়াল রাখুন আঙুলের ফাঁকে জমা সাবান যেন দূর হয়। ওই অংশের জলও শুকনো করে পরিষ্কার করে নিতে হবে।
10/10
ছবি সূত্র - পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola