Langcha Recipe: দেখলেই জিভে জল, অত্যন্ত সহজ রেসিপি, বাড়িতেই বানান টাটকা ল্যাংচা, এই পদ্ধতিতে

Easy Langcha Recipe: শেষ পাতে মিষ্টি মাস্ট? দোকান থেকে রোজ না আনিয়ে, একদিন বাড়িতেই বানিয়ে ফেলুন বিখ্যাত ল্যাংচা। সহজ রেসিপিতেই বাজিমাত!

বাড়িতেই বানান ল্যাংচা, রইল সহজ রেসিপি

1/10
মাছে-ভাতে বাঙালির শেষ পাতে মিষ্টি মাস্ট! বাহারি মিষ্টি পদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নাম ল্যাংচা।
2/10
ল্যাংচার নাম বললেই প্রথম মনে পড়ে শক্তিগড়ের নাম। দুই নাম যেন একে অপরের পরিপূরক। যদিও এখন শিরোনামে 'বাসি ল্যাংচা'।
3/10
ল্যাংচা নিয়ে এমন টালমাটাল পরিস্থিতিতে চিন্তিত হবেন না, বরং বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু গাঢ় বাদামি রঙের রসালো মিষ্টি। রইল রেসিপি।
4/10
বিখ্যাত এই মিষ্টি বানাতে প্রয়োজন সহজলভ্য কিছু উপকরণ প্রয়োজন। গুঁড়ো দুধ, সুজি, ময়দা, বেকিং পাউডার থাকলেই চলবে।
5/10
১ কাপ গুঁড়ো দুধ, ২ চামচ সুজি, ২ চামচ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা দুধ দিয়ে খুব ভাল করে মেখে নিন।
6/10
মনে রাখবেন, এই মাখা যেন খুব টাইট না হয়ে যায়। এবার এখান থেকে লেচির আকারে ল্যাংচা গড়ে নিন।
7/10
সাদা তেলে এবার সেই হাতে গড়া ল্যাংচা ভেজে নিন। এবার একে চিনির রসে ডোবানোর পালা।
8/10
অন্য একটা পাত্রে জল আর চিনি দিয়ে ফুটতে দিন। এর মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।
9/10
মিডিয়াম ফ্লেমে সেই মিশ্রণ জ্বাল দিতে দিতে যখন তা টগবগিয়ে ফুটবে তখন ল্যাংচাগুলো ছেড়ে দিন।
10/10
এভাবে ১০ মিনিট ঢেকে রাখলেই ল্যাংচার মধ্যে রস প্রবেশ করে যাবে। গ্যাস বন্ধ করে ৫ মিনিট রেখে দিলেই তৈরি ল্যাংচা এবার খাওয়ার পালা।
Sponsored Links by Taboola