Skincare Tips: আসল টোটকা পাতিলেবুই, এক ওষুধেই জব্দ ত্বকের হাজারো সমস্যা, শুধু উপায় জানলেই হল
মূলত খাবার পাতে দেখা মিললেও, পাতিলেবুর গুণে কোনও ঘাটতি নেই। স্বাস্থ্যের পক্ষে তো বটেই, রূপচর্চার ক্ষেত্রে পাতিলেবু অতুলনীয়। নিয়ম মেনে ব্যবহার করলে, চেহারাই পাল্টে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে লেবুতে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। এতে ব্রণ বাড়তে পারে না আবার বয়সও ছাপ বসাতে পারে না চেহারা।
তাই ঝকঝকে ত্বক পেতে অবশ্যই ব্যবহার করুন পাতিলেবু। বেশি ঝক্কিও পোহাতে হয় না। বাড়িতে কাজের ফাঁকে কয়েক মিনিট সময় বের করে নিলেই ফল পাবেন হাতেনাতে।
টক দই এবং লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন মুখে। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তার পর ধুয়ে ফেলুন মুখ। রোদে পোড়া ভাব গায়েব হবে নিমেষে।
রূপচর্চায় হলুদ এবং লেবুর জুটির বিকল্প নেই। ভাল করে মিশিয়ে নিন আগে। তার পর মুখে লাগিয়ে রেখে দিন ১৫-২০ দিন। ত্বক উজ্জ্বল হবে। শিশুর মতো তুলতুলে হবে ত্বক।
অ্যালোভেরা এবং লেবুর রসের মিশ্রণ আপনার ত্বককে ঝকঝকে করে তুলতে পারে। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা লেবুর রস এবং মধুর প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এতে ব্রণ ছড়াতে পারবে না। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব ঘুচে যাবে।
লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে নিন। আস্তে আস্তে তা দিয়ে ঘষতে থাকুন মত। মাত্র ২-৩ মিনিটেই কাজ হবে। ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিতে হবে। মাসে দু’বার লাগিয়ে দেখুন এই প্যাক।
ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। ১৫ থেকে ২০ মিনিট মুকে লাগিয়ে রাখতে হবে। এতে বলিরেখা দূর হবে। মসৃণ এবং ঝকঝকে হবে ত্বক।
শুধু স্যালাড হিসেবেই নয়, ফেসপ্যাক হিসেবেও কাজ করতে পারে লেবু এবং শসা। লেবুর রসে শসার পেস্ট বানিয়ে মুখে লাগান। জল, সিলিকন, সালফার, সোডিয়াম এবং পটাশিয়ামের মিশ্রণ। ত্বকের জেল্লা বাড়বেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -