Lemon health benefits: পাতিলেবু পাতি নয় মোটেই ! ‘বড়’ রোগের মোকাবিলা করে ছোট্ট এই ফল
পাতিলেবু ভিটামিন সি-এর গুণে সমৃদ্ধ। ভিটামিন সি একটি জরুরি অ্যান্টিঅক্সিডেন্ট। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই লেবু ওজন কমাতে বিশেষ কার্যকরী। সকালে জলে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলেই হাতেনাতে ফল পাবেন। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
আমাদের মুখে প্রচুর ব্যাকটেরিয়ার বাস। এই ব্যাকটেরিয়ার কারণে মুখে দুর্গন্ধ হয়। সেই গন্ধ দূর করতেই সাহায্য করে পাতিলেবু। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ভিটামিন সি থাকায় এটি শীতকালে বিশেষ উপকারী ফল। এই উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণের সঙ্গে মোকাবিলা করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
অক্সালেট যৌগ জমে কিডনিতে পাথর হয়। এই যৌগ জমতে বাধা দেয় পাতিলেবু। এর ফলে কিডনি সুস্থ থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ক্যানসারের আশঙ্কা কমায় পাতিলেবুর গুণ। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা স্ট্রেস ও কোশের ক্ষতি প্রতিরোধ করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
শীত পড়তেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সমস্যা বেড়ে যেতে পারে। হার্টের জটিল রোগ ঠেকাতে সাহায্য করে পাতিলেবু। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
খাবার হজম করতেও সাহায্য করে পাতিলেবু। লেবুর মধ্যে পেকটিন ফাইবার রয়েছে। এই খাবার ভাঙতে সাহায্য করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
পাতিলেবু ত্বকের জন্যও যথেষ্ট উপকারী। এর পুষ্টিগুণ ত্বকের নিচে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। যা ত্বকের বার্ধক্য আটকায়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
চুলের জন্যও উপকারী পাতিলেবুর রস। এটি চুলের ফলিকলগুলিকে উত্তেজিত করে। যা ঘন চুল পেতে সাহায্য করে। (ডিসক্লেমার: সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। ছবি সৌজন্য: পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -