Travel Tips: ভাল পর্যটকের সঙ্গে সঙ্গে সচেতন নাগরিক হওয়াও জরুরি, বেড়াতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখবেন?

Responsible Tourist: যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার পরিবেশ, মানুষজন সকলের প্রতিই পর্যটপ হিসেবে আপনার কিছু দায়িত্ব রয়েছে। কীভাবে একজন ভাল পর্যটক হওয়ার পাশাপাশি দায়িত্ববানও হবেন, তার জন্য রইল সহজ টিপস।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
বেড়াতে যাবেন আর কেনাকাটা অর্থাৎ শপিং করবেন না, সেটা আবার হয় নাকি। বেড়াতে গিয়ে মন ভরে কেনাকাটা করুন, তবে নজর দিন স্থানীয় জিনিসের উপরে।
2/10
যে জায়গায় বেড়াতে যাচ্ছেন যদি সেখানকার কোনও বিশেষ শিল্প থাকে তাহলে তার মাধ্যমে তৈরি জিনিস কিনে নিন উপহার দেওয়ার জন্য। ওই এলাকার স্থানীয় দোকান থেকে কেনাকাটা করলে অর্থনৈতিক ভাবে তাঁদেরও সাহায্য করা হয়। এর ফলে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি এলাকার অর্থনীতি সুদৃঢ় হয়।
3/10
যত বেশি গাড়ির ব্যবহার, পরিবেশে ততই বাড়বে কার্বনের পরিমাণ। তাই যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানে কার্বন ছাড়া যেসব যানবাহন চলে সেগুলিতে সওয়ার হতে পারেন।
4/10
অনেক জায়গাতেই সাইক্লিংয়ের বন্দোবস্ত থাকে। দু'চাকার ক্ষেত্রে ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক স্কুটার কিংবা ই-বাইক ব্যবহার করতে পারেন। অবশ্য সেই সুবিধা থাকলে।
5/10
বেড়াতে গেলে যে জায়গায় যাচ্ছেন সেই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তার জন্য সবার আগে প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার কমানো।
6/10
বেড়াতে যাওয়া মানেই পছন্দমতো খাবার খাওয়া। অনেকের তো সঙ্গেই থাকে রকমারি খাবার-দাবার। এইসব খাবার খেয়ে খালি প্যাকেট যত্রতত্র ফেলে জায়গা নোংরা করা উচিত নয় একেবারেই।
7/10
যে জায়গায় বেড়াতে যাচ্ছেন চেষ্টা করুন সেখানকার পরিবেশকে শুদ্ধ রাখতে। তাই প্লাস্টিকের বদলে ধাতু দিয়ে তৈরি জলের বোতল ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে ব্যবহার করতে পারেন কাপড়ের ব্যাগ।
8/10
বেড়াতে যাওয়ার আগে সেখানকার হোটেল, রেস্তোরাঁ সম্পর্কে ভালভাবে খোঁজ নিয়ে যান। চেষ্টা করুন স্থানীয় হোম স্টে বা এই জাতীয় কোনও জায়গায় থাকার। একদম ঘরোয়া পরিবেশ পাওয়া যায়।
9/10
সব জায়গার কিছু নিয়ম কানুন থাকে। বিশেষ করে পর্যটনের জন্য যেসব জায়গা বিখ্যাত সেখানে নিয়মের কড়াকড়িও বেশ ভাল। সেগুলো মেনে চলাই ভাল।
10/10
যদি কোথায় ছবি তোলা নিষিদ্ধ থাকে তা না করাই ভাল। নিজের চারপাশ পরিষ্কার রাখাও উচিত। এর পাশাপাশি কোনও জায়গায় এবড়াতে গিয়ে সেখানকার নিয়ম কানুন না মানলে সমস্যায় পড়তে পারেন। এই জাতীয় ব্যাপার এড়িয়ে চলাই ভাল।
Sponsored Links by Taboola