Medical Science News: খেলতে খেলতে গিলে ফেলেছিল, শিশুর পেটে গিয়ে জুড়ে গেল দু’টি চুম্বক, একরত্তি এখন কোমায়

Little Girl Swallows Magnets: ছোট্ট মেয়েকে ফিরিয়ে আনতে লড়াই করছেন মা-বাবা। চিকিৎসকরা যদিও সংশয়ী। ছবি: ফ্রিপিক, পিক্সাবে।

ছবি: ফ্রিপিক।

1/10
বয়স মাত্র তিন বছর। খেলতে খেলতে দু’-দু’টি চুম্বক গিলে ফেলেছিল একরত্তি মেয়ে। আর তাতেই জীবন নিয়ে টানাটানি। তিন বছরের শিশুটি এখন হাসপাতালে কোমায় রয়েছে। আগামী কয়েক সপ্তাহে পর পর অস্ত্রোপচার হওয়ার কথা তার শরীরে। কিন্তু সেই অস্ত্রোপচার কতটা সফল হবে, তা নিয়ে সংশয়ী চিকিৎসকরা।
2/10
অস্ট্রেলিয়ার বাসিন্দা এক দম্পতি একরত্তি মেয়েকে নিয়ে এখন জীবনযুদ্ধে শামিল। দেশের সংবাদমাধ্যম একরত্তি মেয়েটিকে মিলি নামে অভিহিত করছে। আগামী কয়েক মাস হাসপাতালেই থাকতে হবে তাকে।
3/10
জানা গিয়েছে, চুম্বক নিয়ে খেলছিল ছোট্ট মিলি। আর তাতেই দু’দিনে দু’টি ছোট অথচ শক্তিশালী চুম্বক গিলে ফেলে সে। প্রথমে বিষয়টি গা করেননি কেউ। কিন্তু পেটের যন্ত্রণা শুরু হয় মিলির। তাতে জুলাইয়ের শুরুতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
4/10
গায়ে জ্বর ছিল মিলির। বমি হচ্ছিল লাগাতার, তাও সবুজ রংয়ের। প্রথমে বান্ডেবার্গেই চিকিৎসা শুরু হয় মিলির। কিন্তু পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এর পর সটান ব্রিসবেনের কুইন্সল্যান্ড চিলড্রেন’স হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিলিকে।
5/10
ব্রিসবেনের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিলিকে। ওষুধ খাইয়ে কোমায় রাখায় হয়েছে। মিলির মা-বাবাকে চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন বেশ গুরুত্বপূর্ণ। মিলিকে সুস্থ করে তোলা যাবে, এমন কোনও গ্যারান্টি নেই। তবে যতটা সম্ভব চেষ্টা করতেই হবে।
6/10
কিন্তু ঠিক কী হয়েছে মিলির? চিকিৎসকরা জানিয়েছেন, দু’টি ছোট ছোট চুম্বক গিলে ফেলেছিল মিলি। কোনও ভাবে পেটের মধ্যে সেই দু’টি চুম্বক পরস্পরের সঙ্গে সেঁটে গিয়েছে। এতে মিলির বিপাকক্রিয়া যেমন ব্যহত হয়েছে, তেমনই অন্ত্র ফুটো হয়ে পাকস্থলীতে তরল ঢুকছে। সংক্রমণ হয়ে গিয়েছে মিলির। সেপসিস হয়েছে।
7/10
চিকিৎসকরা মিলির ছোট্ট শরীর থেকে এক লিটারের পেশি পুঁজ বের করেছেন। অন্ত্রের অনেকটা সিংহভাগ বের করে আনতে হয়েছে। তবে এখনও অনেকগুলি অস্ত্রোপচার বাকি রয়েছে। অন্ত্রকে পুনরায় মিলির শরীরে প্রবেশ করানোর চেষ্টা হবে।
8/10
মিলির মা-বাবা এই মুহূর্তে ২৪ ঘণ্টা হাসপাতালেই রয়েছেন। তাঁদের অন্য সন্তানরা বাড়িতে। তাঁরা অত দূরে মিলির সঙ্গে রয়েছেন। খরচ-খরচার কোনও ইয়ত্তাই নেই।
9/10
মিলির চিকিৎসার জন্য টাকা সংগ্রহও চলছে। পাশাপাশি, বাচ্চাদের চুম্বক নিয়ে খেলতে দেওয়া কতটা বিপজ্জনক, সেই নিয়ে প্রচার চালাচ্ছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মিলে যে ছোট চুম্বক গিলে ফেলেছে, অস্ট্রেলিয়ায় তা অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। কিন্তু বিদেশ থেকে আনা বা অনলাইন কেনা খেলনা বা সামগ্রীতে ওই চুম্বক থাকে।
10/10
চিকিৎসকরাও বাচ্চাদের হাতে চুম্বক দেওয়া নিয়ে সতর্ক করেছেন। খেলনা, ফ্রিজের সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রীতে যে চুম্বক থাকে, তা নিয়েও সতর্ক করা হচ্ছে সকলকে। বাচ্চাদের গলায় কিছু আটকে গেলে, অবিরাম লালা ঝরতে থাকলে, পেটের যন্ত্রণা হলে, ঠান্ডা লাগা ছাড়া গলাব্যথা হলে, বমি হলে, দেরি করা উচিত নয় বলে মত তাঁদের। তথ্যসূত্র: ডেইলিমেল।
Sponsored Links by Taboola