Lohri Celebration : আগুন জ্বেলে গান, নাচ- লোহরি উৎসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Lohri Celebration

1/13
বর্তমানে লোহরি বলতে প্রথমেই যেগুলি মনে আসে, তা হল অগ্নি প্রজ্জ্বলন, নানা ধরনের সুস্বাদু খাবার ও খাদ্যের ঝুড়ি ও জনপ্রিয় গানের তালে নাচ। কিন্তু জেনে নেওয়া প্রয়োজন এই পবিত্র অগ্নি প্রজ্জ্বলনের ঐতিহ্যবাহী অর্থ আর কেনই বা লোকজন সূর্যাস্তের পর এই জ্বলন্ত আগুনের সামনে একসঙ্গে সবাই এসে ঈশ্বরকে শ্রদ্ধা নিবেদন করেন। আসলে তা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উদযাপন। সেইসঙ্গে থাকে ভুরিভোজ। আর ঢোলের তালে নাচ।
2/13
চিরাচরিত আবেগ ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে লোহরি উৎসব পালিত হয় মূলত পঞ্জাব ও উত্তর ভারতের অন্যান্য অংশে। এই উৎসব আসলে ঘরে রবি শষ্য তোলার উদযাপন। যে ফসলের বপন হয় শীতকালে।
3/13
সেজন্য এই উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ হল সর্ষের পাতা, তিন, গম ও শাকের মতো ফসল। উৎসবের অঙ্গ হিসেবে অগ্নি প্রজ্জ্বলনের পর নৈশভোজ পরিবেষণ করা হয়। তিল ও গুড় চিরাচরিত খাদ্য হিসেবে গ্রহণ করা হয়।
4/13
তিল ও রোহরি (গুড়) এই দুই শব্দের সংমিশ্রণেই তৈরি তিলোহরি, যা কালক্রমে লোহরি হিসেবে পরিচিত হয়ে উঠেছে বলে মনে করা হয়।
5/13
অগ্নি প্রজ্জ্বলন লোহরি উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এরপর ঢোল ও গানের তালে আগুন ঘিরে নাচে মেতে ওঠেন বিভিন্ন পরিবারের লোকজন। বিভিন্ন জমায়েতে থাকেন ঢোল বাদকরা। ঢোলের তালে লোকজন পঞ্জাবের চিরাচরিত ভাংড়া নাচ পরিবেশন করা হয়।
6/13
পঞ্জাবে রবি ফসল তোলার প্রাক লগ্নে লোহরি উৎসব পালন করা হয়। ফসল তোলার আগে এই উৎসবের মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
7/13
লোহরির রাত বছরের দীর্ঘতম রাত হিসেবে মনে করা হয়। চান্দ্র পঞ্জিকা অনুসারে,, এই উৎসবের মাধ্যমে দক্ষিণায়নের অবসান সূচিত হয়। সেইসঙ্গে বছরে শীতলতম মাসের সমাপ্তি হিসেবেও চিহ্নিত হয় এই উৎসবে। কারণ,এরপর থেকে পূথিবীর সূর্যের কাছে আসতে শুরু করে।
8/13
প্রচলিত উপকথা অনুযায়ী, অগ্নি প্রজ্জ্বলন করে লোহরিতে সূর্য দেবতার কাছে সুখ ও সমৃদ্ধির কামনা করা হয়। এই উৎসবের পরের দিনই মকর সংক্রান্তি উৎসব।
9/13
image 8
10/13
image 9
11/13
image 12
12/13
image 13
13/13
image 14
Sponsored Links by Taboola