Long lasting makeup tips: গরমেও মেকআপ যথাযথ রাখবে বরফ! কীভাবে ব্য়বহার করবেন?
Long lasting makeup tips: গরমে মেকআপ ঠিক রাখতে বরফের গুরুত্ব অপরিসীম। কিন্তু কীভাবে ব্য়বহার করবেন না তা জানেন না অনেকেই।
গরমেও মেকআপ যথাযথ রাখবে বরফ! কীভাবে ব্য়বহার করবেন?
1/10
তীব্র গরমে সহজেই মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
2/10
তবে একটুকরো বরফেই এই সমস্য়ার সমাধান হতে পারে।
3/10
মেকআপ শুরুর আগে মুখটা ভাল করে ধুয়ে নিন।
4/10
এরপর মেকআপ করার আগে বরফ মুখে ঘষে নিতে হতে হবে।
5/10
তবে শুকনো কাপড়ে করে বরফ ব্য়বহার করলে ভাল হয়।
6/10
গরম থেকে বাড়ি ফিরে কিছু ক্ষণ পর ত্বকের প্রদাহও কমাতেও বরফ ব্যবহার করতে পারেন।
7/10
কোনও মতেই বেশি ক্ষণ এক জায়গায় বরফ চেপে ধরে রাখবেন না যেন।
8/10
বরফ দেওয়া মানেই ঘষা নয়, আলতো হাতে ত্বকে বুলিয়ে নিন।
9/10
বরফ দিলে ত্বক টানতে থাকে। তাই সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার মাখিয়ে নিতে ভুলবেন না।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 08 Jun 2023 10:07 PM (IST)