Loss of Appetite : খিদে নেই ? শরীরের এই সমস্যাগুলির কোনওটার শিকার নন তো ?
বাড়িতে বা কাজের জায়গায় উদ্বেগ আপনার খিদে নষ্ট করে দিতে পারে। এমনকী প্রচণ্ড উদ্বেগে খেতেও ভুলে যেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবসাদ বা বিষণ্ণতায় ভুগলেও খাবার ইচ্ছা চলে যায়।
মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, অবসাদ বা উদ্বেগ কমানোর ওষুধ খেলেও অনেক সময় খিদে নষ্ট হয়ে যায়।(ছবি সৌজন্য : Pixabay)
অন্তঃসত্ত্বা অবস্থার প্রথমদিকেও খাওয়ার ইচ্ছা থাকে না। কয়েক ধরনের খাবারের প্রতি বিতৃষ্ণা জন্মায়।
অ্যালার্জি বা সাইনাস ইনফেকশনের কারণে নাক বন্ধ হয়ে গেলে, এমনকী ঠান্ডা লাগলেও সাময়িক ঘ্রানশক্তি চলে যায় এবং খিদে কমে যায়।
তীব্র সাইনাসাইটিস বা শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণেও কয়েক সপ্তাহের জন্য় আপনার খিদে চলে যেতে পারে। এমনকী এর জেরে আপনার শরীরের ওজনও কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
জ্বর এলে সাময়িক খিদে চলে যায়। (ছবি সৌজন্য : Pixabay)
কনটামিনেটেড খাবার, জল বা গ্যাসট্রোএন্টারাইটিসের জেরে আপনার খিদে নষ্ট হতে পারে, ডায়েরিয়া, বমি হওয়া বা তলপেটে ব্যথার মতো সমস্যাও দেখা দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -