"যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না", জন্মবার্ষিকীতে ফিরে দেখা সারদা মায়ের বিখ্যাত কিছু উক্তি
sarada
1/7
১৮৫৩ সালের আজকের দিনেই জয়রামবাটীতে জন্ম হয়েছিল সারদা দেবীর। আজ তাঁর জন্মবার্ষিকী। তাঁর উপদেশ ও উক্তি আজও সকলের জীবনে ধ্রুবতারা ন্যায়। সকলকে কাছের করে নিতে সারদা মা বলেছিলেন, “আমি সতেরও মা, অসতেরও মা।”
2/7
রামকৃষ্ণদেবের পত্নী ও সাধনসঙ্গিনী বলেছিলেন, "ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কি করে যে তাকে ভাল করতে হবে, তা বলতে পারে কজনে?"
3/7
সৎ-অসৎ কাউকে ফেরাননি। যে একবার ‘মা’ বলে আশ্রয় চেয়েছে, তাকেই কোলে তুলে নিয়েছেন তিনি। বলেছিলেন, “আমি সত্যিকারের মা; গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয় – সত্য জননী।”
4/7
মায়ের উপদেশ আজও জীবনে মেনে চলেন অনেকে। তিনি বলেন, "ভালবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না।”
5/7
আজকের দিনে তাঁর উপদেশি যেন জীবন দর্শায়। তিনি বলেছিলেন, “মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভাল। মন আলগা হলেই যত গোল বাধায়।”
6/7
মা সারদা তাঁর ভক্ত শিষ্যদের বলে গিয়েছিলেন, “সৎসঙ্গে মেশো, ভাল হতে চেষ্টা কর, ক্রমে সব হবে।”
7/7
মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন,যদি শান্তি চাও, মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখ। কেউ পর নয়, মা, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটিই বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা।
Published at : 22 Dec 2021 08:07 AM (IST)