Mahashivratri: শিবরাত্রির দিন এই নিয়মগুলি এড়িয়ে গেলেই বিপদ! রুষ্ট হতে পারেন মহাদেব

মহাশিবরাত্রি পালনের কয়েকটি নিয়ম

1/7
পয়লা মার্চ দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। এই দিনে ভগবান শিবের পুজো করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। বলা হয়, এই দিনে বেশ কিছু মেনে চললে মনোস্কামনা পূরণ হয়।
2/7
ভগবানকে খুশি করার জন্য তাঁকে তাঁর প্রিয় জিনিসগুলি নিবেদন করা উচিত। শুধু তাই নয়, এই দিনে ঘি, চিনি এবং গমের আটার তৈরি নৈবেদ্য দিতে হবে বলেও বলা হয়।
3/7
ধর্মীয় বিশ্বাস এই দিনে কিছু নিয়ম ভুলে গেলে তা বিপদ ডেকে আনতে পারে। পুজোর ফল শুভ হওয়ার বদলে জীবন ক্ষতির সন্মুখীন হতে পারে। শাস্ত্রমতে এই দিন শাঁখ বাজিয়ে আরতি করতে হয়। রাক্ষস শঙ্খচূরকে বধ করেছিলেন দেবাদিদেব সেই সূত্র ধরে এমন নিয়ম।
4/7
বিশ্বাস করা হয় যে শিবকে তুলসি পাতা না দেওয়া উচিত। ভগবান শিব জলন্ধরকে বধ করে তাঁর স্ত্রী বৃন্দাকে তুলসী গাছে রূপান্তরিত করেছিলেন। তাই শিবের পুজোয় তুলসি পাতা নিবেদন না করার কথা বলেছিলেন।
5/7
তবে শিবের মাথায় মধুপক্ষের সঙ্গে সঙ্গে নারকেল জলও ঢালা উচিত। ভগবান শিবকে হলুদ নিবেদন করতে ভুলবেন না।
6/7
চার প্রহরে পুজো করলে প্রথম ভাগে দুধ, দ্বিতীয় ভাগে দই, তৃতীয় ভাগে ঘি ও চতুর্থ ভাগে মধু দিয়ে পুজো করুন। প্রতিটি পর্যায়ে জল ব্যবহার করা আবশ্যক।
7/7
এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com কোনো ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Sponsored Links by Taboola