Long Lasting Shoes: এভাবে ব্যবহার করুন জুতো, বহুদিন চলবে
২০০-৫০০ টাকার জুতো আজকাল কমজনই কেনেন। পা আরাম পায়, বাজারে এমন জুতোর দাম অনেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু দাম জিনিস কিনলেও বেশিদিন চলে না অনেক সময়। দামি জুতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে।
কিন্তু কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এক জুতো বহু দিন চলতে পারে।
হাঁটুন বা দৌড়ন, জুতো খোলার সময় আরও যত্নশীল হোন। যেদিকে খুশি ছুড়ে দিলেই হল না, বরং ভাল লেস খুলে তাকে তুলে রাখুন। এক পা দিয়ে অন্য পায়ের জুতো খুলবেন না। মাড়াবেন না জুতো।
সরাসরি রোদে জুতো না রাখাই ভাল। উচ্চ তাপমাত্রাতেও জুতো রাখবেন না। সরাসরি জুতোর উপর প্রখর রোদ এসে পড়লে, তাপমাত্রা বেশি হলে জুতে শুকিয়ে কাঠ হয়ে যায়। এতে জুতোয় ব্যবহৃত আঠাও নষ্ট হয়ে যায়। এতে তাড়াতাড়িই নষ্ট হয়ে যায় জুতো।
গাদাগাদি করে, একটির উপর অন্যটি চাপিয়ে দেবেন না। জুতো রাখার আলাদা জায়গা যেন থাকে বাড়িতে। পাশাপাশি সাজিয়ে রাখুন জুতো।
জুতো কী ভাবে ব্যবহার করছেন, তার উপরও ক্ষয় নির্ভর করে। শরীরচর্চার জুতো আলাদা হোক, অফিস যাওয়ার জুতো আলাদো হোক, আলাদা হোক এদিক ওদিক যাওয়ার জুতো। সব জুতোর সহনশক্তি সমান হয় না।
জুতো ভিজে গেলে কখনও রোদে দেবেন না। বরং খোলা হাওয়ায় শুকনোর চেষ্টা করুন। লেস বাঁধা জুতো হলে ইনার সোল বের করে নিয়ে ভিতরে খবরের কাগজ পুরে দিন। এতে জুতোয় গন্ধও হবে না
সব জুতো এক পদ্ধতিতে পরিষ্কার করা যায় না। ওয়াশিং মেশিনে জুতো কাচবেন না। ড্রায়ার দিয়ে শুকানোও উচিত নয়।
দামি জুতো বার বার জলে কাচার চেয়ে বেবি ওয়াইপস দিয়ে মুছে নিতে পারেন। ব্রাশে সাবান লাগিয়েও পরিষ্কার করে নিতে পারেন জুতো। আছাড় মেরে কাচবেন না, গায়ের জোরে ঘষবেন না জুতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -