Indoor Plants Care: জৈব পদার্থ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন গাছের জন্য প্রয়োজনীয় সার
ঘরে বা বারান্দায় ছোট ছোট গাছগুলির জন্য প্রয়োজন হয় সারেরও। এদিকে কৃত্রিম সারে ক্ষতিকর পদার্থ থাকে। যা পরিবেশের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য়ও ভাল নয়। তাহলে উপায়?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতেই গাছের জন্য প্রয়োজনীয় সার বানিয়ে নেওয়া যায়। জৈব পদার্থ দিয়েই তৈরি হবে সেই সার। কীভাবে বানাবেন?
এক কাপ ভেজিটেবল অয়েল জলে মিশিয়ে নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ প্যারাবেন এবং সালফেট মুক্ত তরল সাবান মিশিয়ে নিন।
পোকা দূর করতে এই মিশ্রণ গাছের পাতায় স্প্রে করতে পারেন।
টমেটোর পাতা ২ কাপ পরিষ্কার জলে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর পোকার কাটা গাছের অংশে সেটা স্প্রে করুন। ফল পাবেন।
২ কোয়া রসুন পেস্ট করে এক কাপ জলে মিশিয়ে রাখুন। সারারাত সেটা ভিজবে। তারপর সেটা হাফ কাপ ভেজিটেবল অয়েলে মিশিয়ে স্প্রে করতে পারেন।
এপসম সল্ট গাছের পোকা দূর করতে কার্যকরী। এক কাপ লবণ ২ কাপ জলে মিশিয়ে সেই মিশ্রণ গাছে স্প্রে করলে পোকা দূরে থাকবে।
লেবুর খোসা নিন। সেটা গ্রেট করে সেই গুঁড়ো জলে মিশিয়ে অল্প ফুটিয়ে নিন। তারপর বোতলে রেখে সারারাত রেখে দিন। পরদিন গাছে স্প্রে করতে পারবেন এটি।
এভাবেই যত্ন করতে পারেন বাড়ির গাছের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -