Mozzarella Cheese Sticks: মোৎজারেল্লা চিজ স্টিক, বাড়িতেই মুচমুচে স্ন্যাক্স

ছবি: ফ্রিপিক।

1/10
শহর জুড়ে বাড়বাড়ন্ত ডিপার্টমেন্টাল স্টোরের। তাই স্ন্যাক্সের কথা উঠলেই ব্যাগ হাতে বেরিয়ে পড়ি আমরা। বাছাই করা ফ্রোজেন খাবারের প্যাকেট নিয়ে বাড়ি ঢুকি।
2/10
কিন্তু এই ফ্রোজেন খাবার খাওয়ার অভ্যাস ত্যগ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বাড়িতে তৈরি খাবারেই স্ন্যাক্সের খিদে মেটানোর পক্ষে সওয়াল করছেন তাঁরা।
3/10
তাই সুস্বাদু এবং মুচমুচে মোৎজারেল্লা চিজ স্টিকের সহজ রেসিপি রইল সকলের জন্য। তাতে বাড়ির হেঁশেল থেকেই বেরিয়ে আসবে বিদেশি স্ন্যাক্সের স্বাদ।
4/10
উপকরণ: ডিম দু’টি, ১/৪ কাপ জল, দেড় কাপ ব্রেড ক্রাম্ব, আধ চামচ গার্লিক সল্ট, ২/৩ আটা বা ময়দা, ১/৩ কাপ কর্নস্টার্চ, তেল
5/10
বাজার থেকে কিনে আনুন মোৎজারেল্লা চিজে স্টিকের প্যাকেট
6/10
প্রণালী: একটি পাত্রে প্রথমে ডিম ভাল করে ফেটিয়ে নিন। জল মেশান।
7/10
অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব, গার্লিক সল্ট এবং আদা বা ময়দা এবং কর্নস্টার্চ ভাল করে মিশিয়ে নিন।
8/10
একটি সসপ্যান নিন। তেল ঢেলে গরম করুন। এ বার একটি করে মোৎজারেল্লা চিজ স্টিক নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্ব মিশ্রণে মাখিয়ে নিন।
9/10
তার পর ডিমে ডুবিয়ে ফের ব্রেডক্রাম্ব মিশ্রণ মাখিয়ে নিন।
10/10
এর পর একটি একটি করে সসপ্যানে ছাড়ুন। বাদামি না হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। তুলে কাগজে রাখুন। তেল শুষে নিলে পরিবেশন করুন।
Sponsored Links by Taboola