Make Up Tips: লিপস্টিক ঠোঁটে দীর্ঘক্ষণ স্থায়ী হবে কীভাবে? মেনে চলুন এই সহজ টিপসগুলি

Lipstick: লিপস্টিক পরার পর অতিরিক্ত যে লিপস্টিক ঠোঁটে থাকবে সেটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সাধারণ টিস্যু পেপার ব্যবহার করা প্রয়োজন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
মেকআপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল লিপস্টিক। পোশাকের সঙ্গে মানানসই শেডে লিপস্টিক পরলে সাজ একদম সম্পূর্ণ হয়।
2/10
বিভিন্ন ধরনের লিপস্টিক বর্তমানে পাওয়া যায়। যেমন ম্যাট শেড, ন্যুড সেড ইত্যাদি। এছাড়াও রয়েছে লিকুইড লিপস্টিক, ক্রেয়ন এবং আরও অনেক ধরনের লিপস্টিক।
3/10
যদি আপনি কোনও অনুষ্ঠান বাড়িতে যান, তাহলে নিশ্চয় চাইবেন সব মেকআপের সঙ্গে আপনার লিপস্টিকের শেডটাও দীর্ঘক্ষণ বজায় থাকে। এক্ষেত্রে বুদ্ধি করে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে আপনার লিপস্টিক আর ফিকে হবে না।
4/10
লিপস্টিক পরার পর অতিরিক্ত যে লিপস্টিক ঠোঁটে থাকবে সেটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সাধারণ টিস্যু পেপার ব্যবহার করা প্রয়োজন।
5/10
লিপস্টিক পরার আগে ব্যবহার করতে পারেন লিপ প্রাইমার। এই লিপ প্রাইমার আপনার ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী হতে সাহায্য করবে।
6/10
লিপ প্রাইমার লাগিয়ে তারপর লিপস্টিক পরুন। অতিরিক্ত লিপস্টিক টিস্যু পেপারে মুছে নিন। এবার তার উপর লাগাতে পারেন লিপ পাউডার। আলতো হাতে এই পাউডার লাগিয়ে নেবেন ঠোঁটের উপর।
7/10
লিকুইড লিপস্টিক ব্যবহার করতে পারেন। অন্যান্য লিপস্টিকের তুলনায় এই ধরনের লিপস্টিক বেশিক্ষণ ঠোঁটে স্থায়ী হয়। এছাড়াও ক্রেয়নও ব্যবহার করতে পারেন।
8/10
অনুষ্ঠান বাড়িতে যখন যাবেঞ তখন নিঃসন্দেহে ভুরিভোজের বন্দোবস্ত থাকবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। খাবারের তেল সহজে লিপস্টিক ফিকে করে দেয়।
9/10
সব রকমের সতর্কতা নেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটা অবশ্যই করবেন সেটা হল ব্যাগে অবশ্যই সেই শেডের লিপস্টিক রাখতে হবে যেটা আপনি পরে বাইরে বেরোচ্ছেন।
10/10
ঠোঁট ফাঁটার সমস্যা থাকলে লিপস্টিক পরার আগে ঠোঁটে একটু ক্রিম লাগিয়ে নিতে পারেন। এর ফলে ঠোঁট নরম এবং মোলায়েম থাকবে। লিপস্টিক পরতে সুবিধা হবে।
Sponsored Links by Taboola