Makeup Tips For Summer Days: গরমের মরসুমে অয়েলি স্কিনে কীভাবে মেকআপ করবেন? কোন কোন বিষয়ে নজর রাখা উচিত?
গরমের দিনে মেকআপ করা বেশ কষ্টসাধ্য বিষয়। তার মধ্যে আপনার ত্বক যদি হয় সেনসিটিভ এবং অয়েলি বা তৈলাক্ত, তাহলে সামান্য ভুলেও দেখা দিতে পারে প্রবল সমস্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই অয়েলি স্কিনে গরমের দিনে সাংঘাতিক ভাবে ব্রনর সমস্যা দেখা যায়। এর পাশাপাশি র্যাশ, চুলকানি, জ্বালাপোড়া ভাব- এইসব সমস্যাও লক্ষ্য করা যায়।
তাই অয়েলি স্কিনে গরমের দিনে মেকআপ করা খুবই অসুবিধাজনক। খুব সাবধানে না থাকলে মারাত্মক সমস্যা হতে পারে। গরমের মরসুমে যাঁদের অয়েলি স্কিন তাঁরা মেকআপ করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন একনজরে দেখে নিন।
ওয়াটার বেসড সিরাম এবং ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। অয়েলি স্কিনের ক্ষেত্রে এই জাতীয় প্রোডাক্ট ভালভাবে কাজ করে। ব্রনর সমস্যা বাড়ায় না। অন্যান্য সমস্যাও দেখা যায় না।
মেকআপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উপকরণ হল প্রাইমার। যাঁদের ত্বক সেনসিটিভ বা অয়েলি, তাঁরা ভাল মানে প্রাইমার ব্যবহার করুন।
খরচ বাঁচানোর জন্য কোনওভাবেই সস্তার প্রাইমার ব্যবহার করবেন না। মূলত মেকআপ গলে যাওয়া আটকাতে এই প্রাইমার কাজে লাগে। অর্থাৎ সঠিক স্থানে মেকআপ বসিয়ে রাখতে বা ফিক্সড রাখতে সাহায্য করে এই প্রাইমার।
গরমের মরসুমে শুধু সেনসিটিভ বা অয়েলি স্কিন থাকলেই নয়, যাঁরাই মেকআপ করবে তাঁরা ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করতে পারলে ভাল। তাহলে ঘামে আপনার মেকআপ নষ্ট হবে না।
যেহেতু গরমের দিনে আবহাওয়া বেশিরভাগ সময়েই অসহনীয় থাকে, তাই খুব বেশি মেকআপ না করাই ভাল। যত বেশি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবেন, ত্বকের তত বেশি ক্ষতি হবে।
এর পাশাপাশি ঘামে গলে যাবে মেকআপ। তাই গরমের দিনে কার্যত মেকআপ না করাই ভাল। একান্তই মেকআপ করতে হবে একদম হাল্কা মেকআপ করুন।
ভালভাবে মুখ পরিষ্কার করা প্রয়োজন। যাঁরা নিয়মিত বাইরে বেরোন, বাড়ি ফিরে ভালভাবে ত্বক পরিষ্কার করা প্রয়োজন। সানস্ক্রিন ব্যবহার করতে কোনওভাবেই ভুলবেন না। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন, বিশেষ করে রান্নাঘরে থাকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -