Makeup Tips: মেকআপের কিছু কৌশল, আলিয়ার মতো ঝকঝকে ত্বক নিমেষেই
এই গরমে বাইরে বেরনো মানেই ঘেমেনেয়ে একসা। তাতে মেকআপের তিলমাত্র অবশিষ্ট থাকে না। কিছু ক্ষণের মধ্যেই ক্লান্তি ভাব ফুটে উঠে চেহারায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅথচ সারাদিন রোদে-জলে শ্যুটিং সামলেও ঝকঝকে উপস্থিতি তারকাদেরও। মেকআপও একচুল এদিক ওদিক হয় না।
তারকারা ত্বকের পরিচর্যা একটু বেশিই করেন হয়ত। তবে শিশিরের মতো উজ্জ্বল ত্বকের অধিকারী হতে শিখে নেওয়া উচিত মেকআপের সঠিক কৌশলও।
বাড়ি থেকে বেরনোর আগে মুখ এক্সফোলিয়েট করুন। জোরে জোরে স্ক্রাব ঘষবেন না মুখে। বরং হালকা হাতে ডেড সেল তুলে ফেলুন।
ডেড সেলের নীচে চাপা পড়ে থাকায় আমাদের ত্বক নিষ্প্রভ দেখায়। ত্বকের ঔজ্বল্য ফেরাতে তাই এক্সফোলিয়েশন জরুরি
বাড়ি থেকে বেরনোর আগে সানস্ক্রিন মাস্ট। শুধুমাত্র রোদ থেকে রক্ষা পেতে নয়, ত্বকের তরতাজা ভাব ধরে রাখার জন্যও।
সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এসপিএফ ৩০-এর উপরই জোর দেন বিশেষজ্ঞরা। তবে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন। সানস্ক্রিন দীর্ঘস্থায়ী হোক যদি চান, সে ক্ষেত্রে সানস্ক্রিনের দুই প্রলেপ লাগান।
সানস্ক্রিনের উপর ফেস মিস্ট স্প্রে করুন। এতে ঝকঝকে দেখতে লাগবে ত্বক। তার উপর লিকুইড বেসড মেকআপ ব্যবহার করুন।
লিপস্টিকের পরিবর্তে ব্যবহার করুন লিপ টিন্ট। অথবা ভাল কোনও লিপ গ্লস। এতে ঠোট শুষ্ক বলে অনুভূত হবে না।
সময়ের সঙ্গে সঙ্গে মেকআপের ধরনও পাল্টায়। আজকাল যেমন জমকালো মেকআপের জনপ্রিয়তা নেই। তার চেয়ে স্বাভাবিক ঔজ্জ্বল্যের উপরই জোর দেন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -