Male Contraceptive Pill : সাময়িক নিয়ন্ত্রণ শুক্রাণু নির্গমনে, এবার আসছে পুরুষদের কনট্রাসেপটিভ পিল
নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হল পুরুষদের জন্য একটি দারুণ খবর। শারীরিক সম্পর্কে নিরাপদ থাকতে পুরুষরা এতদিন ব্যবহার করতেন হয় কন্ডোম নয়ত ভ্যাসেকটমি। তবে এবার আরও বিকল্প ব্যবস্থা সামনে এল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে আসতে পারে যুগান্তকারী পুরুষ গর্ভনিরোধক পিল। যা গবেষণার বিভিন্ন স্তরে সাফল্য পেয়েছে। এই পিল শুক্রাণু নির্গমন বন্ধ করে দিয়েছে।
এবার পিলের ব্যবহার পুরুষের স্বাস্থ্য ক্ষতি না করে, সঙ্গীর গর্ভধারণ রোধ করতে পারে বলে গবেষকদের দাবি।
ওয়েইল কর্নেল মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে রিসার্চ টিমের অন্যতম লিডার ডঃ জোচেন বাক এবং ডাঃ লনি লেভিন দাবি করেছেন এই আবিষ্কার যুগান্তকারী প্রমাণিত হবে ভবিষ্যতে।
নেচার কমিউনিকেশন জার্নালে (Nature Communication Journal) এই গবেষণার ফলাফল সংক্রান্ত রিপোর্টে গবেষকরা দাবি করেছেন, বিভিন্ন পর্যায়ের পরীক্ষা সফল ভাবে পেরিয়েছে এই ফর্মুলা। চূড়ান্ত ফলাফল সদর্থক এলেই পুরুষদের জন্য দারুণ সুখবর।
ওষুধটি ল্যাবে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। তখন দেখা যায় এটি শুক্রাণু নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। দু থেকে আড়াই ঘন্টা পর্যন্ত শুক্রাণু নিস্ক্রিয় থাকে।
আবার নির্দিষ্ট সময়ের পর তা সক্রিয় হয়ে ওঠে। ডক্টর মেলানির মতে, গর্ভনিরোধকটি গ্রহণের ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে কাজ শুরু করে।
মহিলাদের ক্ষেত্রে পিলের ব্যবহার যেমন বহুকালের। গবেষকদের দাবি, শেষ পর্যায় পর্যন্ত সফল হলে এই পুরুষদের জন্য কনট্রেসেপটিভ গেমচেঞ্জার হতে পারে।
নেচার কমিউনিকেশন জার্নালে (Nature Communication Journal) এই গবেষণার ফলাফল সংক্রান্ত রিপোর্টে গবেষকরা দাবি করেছেন, বিভিন্ন পর্যায়ের পরীক্ষা সফল ভাবে পেরিয়েছে এই ফর্মুলা। চূড়ান্ত ফলাফল সদর্থক এলেই পুরুষদের জন্য দারুণ সুখবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -