Health Benefits: চোখ-ত্বক উজ্জ্বল করে, হজমে সাহায্য করে, শসায় রয়েছে একাধিক গুণ

Health Benefits of Cucumber: স্যালাডে হোক বা এমনি, নিয়মিত খান শসা। একাধিক গুণ রয়েছে এর।

ছবি সৌজন্য: পিক্স্যাবে

1/10
শসায় ৯৬ শতাংশ জল থাকে। ফলে নিয়মিত শসা খেলে দেহে জলের ঘাটতি পূরণ হয়। হাইড্রেটেড থাকতে সাহায্য করে।
2/10
শসায় পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকে প্রচুর। যাতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে।
3/10
শসা পেট ঠান্ডা করে। খাবার সহজে হজমে সাহায্য করে।
4/10
রক্তের শর্করার মাত্রা বেড়ে তা কমাতেও উপকারী শসা।
5/10
শসায় ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। ১০০ গ্রামে ১৫.৫ ক্যালোরি থাকে ফলে ওজন কমাতেও সাহায্য করে।
6/10
শসা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও সাহায্য করে। খাওয়ার সঙ্গে ত্বকে লাগাতেও পারেন শসার প্যাক।
7/10
চোখে শসা কেটে ১০ মিনিট রাখুন। ফোলা ভাব কমায়।
8/10
একাধিক সমীক্ষা বলে শসা নিয়মিত খেলে এতে উপস্থিত কিউকারবিটাসিন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।
9/10
চুল ও নখের স্বাস্থ্যের জন্যও ভাল শসা। নখ বাড়তে ও ভাঙা কমাতে শসা উপকারী।
10/10
শসায় উপস্থিত ফাইটোকেমিক্যালস মুখের ব্যাকটেরিয়ার নাশ করে ও দুর্গন্ধ থেকে রক্ষা করে।
Sponsored Links by Taboola