Coronavirus : আরও ভয়ঙ্কর হতে চলেছে করোনার প্রভাব? আজ থেকেই মাস্ক পরে সংসদে এলেন মন্ত্রীরা
চিন-সহ একাধিক দেশে করোনার বাড়বাড়ন্তে সতর্ক ভারত। মাস্ক পরার বিধি ফিরল সংসদে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৫১৫।
মাস্ক পরেই সংসদে এলেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। সমস্ত সাংসদ, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানালেন লোকসভার অধ্যক্ষ।
চিনে করোনার বাড়বাড়ন্ত দেখে বুধবার জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ( Health Minister ) । ঠিক তার পরদিনই সংসদে দাঁড়িয়ে দিলেন সতর্কবার্তা। সেই সঙ্গে শোনালেন ভরসার কথাও।
বললেন, ' গত কয়েকদিন ধরে, বিশ্বে কোভিডের ( Coronavirus ) পজিটিভ কেস বাড়ছে কিন্তু ভারতে সংখ্যা কমছে। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ এবং এর কারণে মৃত্যুর ঘটনার উপর লক্ষ্য রাখছি। '
বৃহস্পতিবার দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোভিড মোকাবিলায় কী পদক্ষেপ, তারই পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৮১ জনের। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে একজনের মৃত্যুর খবর মিলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১শে জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।
কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -