Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ?
![Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ? Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/14/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800e45b1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
মেয়োনিজের মধ্যে প্রিজারভেটিভ এবং কৃত্রিম রাসায়নিক পাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ? Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/14/156005c5baf40ff51a327f1c34f2975b68296.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
এতে থাকতে পারে মনোসোডিয়াম গ্লুকোমেট যা বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে বমিভাব, দৌর্বল্য দেখা দিতে পারে।
![Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ? Mayonnaise Health Effects: স্ন্যাক্স-স্যান্ডুইচের সঙ্গে ভরপুর মেয়োনিজ খান ? ঝুঁকি বাড়বে শরীরে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/14/799bad5a3b514f096e69bbc4a7896cd93b096.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
মোমো, স্যান্ডুইচ, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ফিস ফিঙ্গার মেয়োনিজে ডুবিয়ে খেতে কার না ভালো লাগে ! কিন্তু এর অনেক ক্ষতিকর দিকও রয়েছে।
মেয়োনিজ বেশি মাত্রায় খেলে হৃদরোগের সমস্যা বাড়তে পারে, বাড়তে পারে আপনার ওজনও।
মেয়োনিজ মূলত পাম তেল, ডিমের কুসুম ইত্যাদি দিয়ে তৈরি হয়। এতে থাকে নুন, কালো গোলমরিচ এবং সাদা সর্ষের পেস্টও।
এতে প্রচুর ক্যালরি থাকে, ফ্যাটও থাকে ভরপুর যা ওজন বাড়িয়ে দেয় খুব কম সময়ে। এমনকী এতে কোলেস্টেরলও বাড়ার সম্ভাবনা থাকে।
হার্ট অ্যাটাক এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় মেয়োনিজ। কারণ এতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে।
প্রতিদিন যদি কেউ মেয়োনিজ খান, তাহলে তাঁর রক্তশর্করার মাত্রা অনেকটাই বেড়ে যাবে। ডায়াবেটিসও দেখা দিতে পারে।
মেয়োনিজে প্রচুর পরিমাণে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড থাকে যা কিনা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -