Mental Detox Tips: স্কুল-কলেজের চাপ, অফিসের টেনশন,সব কাটিয়ে হাসিখুশি মেজাজে থাকতে সারাদিন কী কী করবেন?

Mental Detoxification: শরীর খারাপের মতো আমাদের মনও খারাপ হয়। মনেরও অসুখ করে। তখন যত্ন নিতে হয় মনের। অবহেলা করলে সমস্যা বাড়বে। তাই কীভাবে মনের খেয়াল রাখবেন, মেজাজ ঠিক রাখবেন, জেনে নিন।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
আজকাল ইঁদুর দৌড়ের জীবনে প্রায় সকলের জীবনেই রয়েছে প্রচুর স্ট্রেস। আর এই চাপের জেরে ক্রমশ অবনতি হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের।
2/10
মনমেজাজ ভাল রাখা, হাসিখুশি থাকার জন্য প্রতিদিনের জীবনযাত্রায় সহজ এবং ছোট ছোট কিছু নিয়ম মেনে চলতে পারলে উপকার পাবেন আপনি।
3/10
স্ট্রেস কমিয়ে নিজেকে চাঙ্গা রাখতে দিনভর কী কী করতে পারলে আপনি উপকার পাবেন, সেই তালিকাটা এবার দেখে নেওয়া যাক।
4/10
একটানা অনেকক্ষণ ধরে বসে কাজ করা কিংবা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থেকে পড়াশোনা করা, কোনওটাই লাভজনক নয়। বরং বিরক্তি লাগে। মেজাজ খিটখিটে হয়ে যায়।
5/10
তাই কাজ কিংবা পড়াশোনা যাই করছেন না কেন, তার মাঝে বিরতি নেওয়া জরুরি। তাহলে কাজে, পড়ায় ভালভাবে মনও বসবে।
6/10
প্রতিদিন যা কাজ করবেন, যা পড়াশোনা করবেন, সেটা আগে থেকে ছকে রাখুন। প্রয়োজনে কোথাও লিখে রাখুন। সেই রুটিন মাফিক কাজ করলে সময়ের কাজ সময়ে শেষ হবে। আপনার টেনশন, স্ট্রেস কিছুই বাড়বে না।
7/10
নিয়মিত শরীরচর্চা করা খুব জরুরি। মনমেজাজ ভাল থাকা, হাসিখুশি থাকা, স্ট্রেস কমা- এইসবের সঙ্গে শরীরচর্চার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তাই রোজ শরীরচর্চা করা প্রয়োজন।
8/10
সারাদিনের মধ্যে একটু সময় বের করে প্রকৃতির মধ্যে, প্রকৃতির সঙ্গে কাটান। বাড়ির সামনে মাঠ থাকলে সেখানে হেঁটে আসুন। নিদেনপক্ষে বাড়ির ছাদে কিংবা উঠোনে বা খোলা আকাশের নীচে হেঁটে আসুন। মন ফুরফুরে লাগবে।
9/10
নেতিবাচক ভাবনা বাদ দেওয়া জরুরি। নিজেই নিজেকে পজিটিভ এনার্জি দিন। আত্মবিশ্বাস বজায় রাখুন।
10/10
স্ট্রেস যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণে লাগামছাড়া স্ট্রেস, অনেক ধরনের শারীরিক অসুস্থতা ডেকে আনে।
Sponsored Links by Taboola