Money Savings Tips and Ideas: রোজই খান ডিম-রুটি, ২৪ বছর বয়সে ১ কোটি জমিয়ে ফেলেছেন এই তরুণী, ৪০-এ অবসরগ্রহণই লক্ষ্য
Mia Rose McGrath: সংযমই সাফল্যের চাবিকাঠি। বুঝিয়ে দিলেন মিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Continues below advertisement
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Continues below advertisement
1/12
‘কিপটে’ বলে কটাক্ষ করেন অনেকেই। কিন্তু সেসব গায়ে মাখেন না তিনি। বরং নিজের লক্ষ্যে একেবারে অবিচল। আর তাতেই বাজিমাত করেছেন মিয়া রোজ় ম্যাকগ্রা।
2/12
মাত্র ২৪ বছর বয়সে ৯৫ হাজার পাউন্ড জমিয়ে ফেলেছেন মিয়া, ভারতীয় মুদ্রায় যা ১ কোটি টাকার বেশি। একটি পয়সাও এদিক ওদিক করেন না মিয়া। খাবারও খান বুঝেশুনে। তাঁর লক্ষ্য় শুধু একটাই, ৪০ বছর বয়সে অবসর নেওয়ার।
3/12
লন্ডনে থাকেন মিয়া। তাঁর বাবা অভিনয় শেখান। তাঁকে চিন থেকে দত্তক নেন মা-বাবা। পরিবারের সকলেই মিয়াকে ভালবাসেন, তাঁর খেয়াল রাখেন। কিন্তু মিয়া নিজের ভবিষ্যৎ ভেবে রেখেছেন।
4/12
সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ মিয়া। বিশেষ করে Gen Z-দের মধ্যে জনপ্রিয় তিনি। সেখানে নিজের ভবিষ্য়ৎ পরিকল্পনা যেমন খোলসা করেছেন, তেমনই টাকা-পয়সা নিয়ে অন্যদেরও পরামর্শ দিয়ে থাকেন।
5/12
একটি ফ্য়াশন ব্র্যান্ডে কর্মরত মিয়া। ভাল বেতনও পান। তবে সেই বেতনের যৎসামান্যই খরচ করেন তিনি। মিয়া জানিয়েছেন, কলেজ শেষ হওয়ার পরও মা-বাবার বাড়িতে থেকে যান তিনি। এতে নিজের পকেট থেকে ভাড়া গুনতে হয়নি তাঁকে, বিদ্যুতের বিল মেটাতে হয়নি। তাতে অনেকটা টাকা বেঁচে গিয়েছে।
Continues below advertisement
6/12
নিজের খাওয়াদাওয়াতেও সংযম এনেছেন মিয়া। রেস্তরাঁয় যাওয়া বা অনলাইন খাবার অর্ডার করার পরিবর্তে বাড়িতে নিজে রান্না করেন তিনি। তবে রোজ ভালমন্দ খান না মোটেই। বরং ব্রেকফাস্টে ডিম-পাউরুটি খেয়ে নেন। অন্য় সময়ের খাবারও হয় কম বাজেটের, বাড়িতে রান্না করা। নিজের ফোনে কোনও খাবার ডেলিভারি সংস্থার অ্যাপও রাখেননি তিনি।
7/12
মিয়া জানিয়েছেন, নিজেকে সুন্দর দেখানোর কোনও জিগির তাঁর নেই। তাই দামি জামাকাপড়, প্রসাধনী কিনে টাকা নষ্ট করেন না। দামি ফোন, ব্যাগও কেনেন না একেবারেই। অন্যকে দেখানোর চেয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা জরুরি বলে মত তাঁর। কিন্তু কী করে সংযম রাখেন তিনি? মিয়া জানিয়েছেন, কোনও জিনিস পছন্দ হলেও, সেটি কেনার আগে নিজেকে ৩০ দিন সময় দেন তিনি। ৩০ দিন পরও যদি মনে হয় ওই জিনিসটি প্রয়োজন, তবেই কেনেন। বিচার-বিবেচনা করে যদি মনে হয়, সেটি না হলেও চলবে, তখন আর কেনেন না।
8/12
মিয়ার মতে, প্রতি মাসে গোছা গোছা টাকা যদি নাও জমাতে পারেন কেউ, অল্প অল্প করে জমানো উচিত। ১০০০ টাকা করে হলেও জমানো উচিত বলে মনে করেন তিনি। তিনি নিজেও অল্প করে টাকা জমাতেন প্রথমে। ধীরে ধীরে পরিমাণ বাড়ান।
9/12
হাতে সময় নেই বলে যাঁরা দাবি করেন, তাঁদের ঘোর সমালোচক মিয়া। তাঁর মতে, মূল চাকরির পাশাপাশি কিছু করা উচিত সকলের। তাই চাকরির পাশাপাশি, নিজে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরির দিকে এগোন তিনি। মা-বাবা হোক বা প্রেমিক অথবা স্বামী, কারও উপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলে মত মিয়ার। তাঁর মতে, প্রত্যেকের নিজের ভবিষ্যৎ নিজে ভাবা উচিত। পরবর্তীতে জীবনে কেউ এলে সেটিকে ‘বোনাস’ বলে ধরার পক্ষপাতী তিনি।
10/12
মা-বাবা হোক বা প্রেমিক অথবা স্বামী, কারও উপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলে মত মিয়ার। তাঁর মতে, প্রত্যেকের নিজের ভবিষ্যৎ নিজে ভাবা উচিত। পরবর্তীতে জীবনে কেউ এলে সেটিকে ‘বোনাস’ বলে ধরার পক্ষপাতী তিনি।
11/12
মিয়া জানিয়েছেন, বয়স ৪০ হওয়ার আগে ১০-১২ কোটি টাকা সঞ্চয় করতে চান তিনি। কারণ ৪০ পেরনোর পর পেট চালানোর জন্য আজ ৯-৫টার চাকরি করতে আগ্রহী নন তিনি। বড় জোর নিজের শখ বা ভাললাগার কাজ করতে পারেন। তবে ৪০-এর পর চাকরিজীবন থেকে অবসর নিতে চান তিনি।
12/12
চাকরির পাশাপাশি, সোশ্য়াল মিডিয়ায় বেশ সক্রিয় মিয়া। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনেও যুক্ত। ফলে বেতনের পাশাপাশি, উপরি রোজগার ভালই হয়। ফলে লক্ষ্যে পৌঁছতে তাঁর সমস্য়া হওয়ার কথা নয় বলে মত বিশেষজ্ঞদের।
Published at : 20 Dec 2025 10:28 AM (IST)