Monsoon 2021 বর্ষায় সুস্থ থাকতে এই খাবারগুলি অবশ্যই তালিকায় রাখুন...
বর্ষায় সুস্থ থাকতে এই খাবারগুলি অবশ্যই তালিকায় রাখুন...
1/7
অতিমারীতে আমাদের স্বাস্থ্যের বিস্তর ক্ষতির সম্ভাবনা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ফলত, স্বাস্থ্য় ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। আমাদের উচিত খাদ্যতালিকায় সবজি ও ফলকে অন্তর্ভুক্ত করা। এতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সংক্রমণের সম্ভাবনা বেশি রয়েছে বয়স্ক, বাচ্চা ও সেই সব মানুষদের যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফলে, ভাল ডায়েট অনুসরণ করলে, অনেক রোগ থেকে বাঁচা সম্ভব। সার্বিকভাবে সুস্বাস্থ্যের কথা ভেবে খাদ্যতালিকায় ফল ও সবজি অন্তর্ভুক্ত করা একান্ত জরুরি।
2/7
কমলালেবু - শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কমলালেবু। এতে শরীরে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি পায়। কোষের ক্ষয় কমাতে সাহায্য করে এই ফল। ভিটামিন সি-এর ভাল উৎস হল কমলালেবু। শরীরের রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা নেয় কমলালেবু। পাশাপাশি, শরীরে আয়রনের মাত্রা বাড়িয়ে অ্যানেমিয়া মোকাবিলায় সদর্থক ভূমিকা নেয় কমলালেবু।
3/7
মাশরুম - শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুন উপকারী মাশরুম। এতে রয়েছে প্রচুর ফাইবার, প্রোটিন ও অ্যান্টি অক্সিড্যান্ট। ক্যালোরিতে কম হওয়ায়, প্রাত্যহিক খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যায় মাশরুমকে। ক্যান্সার বা হৃদরোগের মতো কঠিন বা গুরুতর রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে মাশরুম।
4/7
তরমুজ - এই ফল খেলে শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পায়। শরীরকে সতেজ করতে সাহায্য় করে তরমুজ। এতে রয়েছে গ্লুতাথিওন নামের একটি বিশেষ অ্যান্টি অক্সিড্যান্ট, যা শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। একইসঙ্গে, বর্ষার মরশুমে সংক্রমিত বা অসুস্থ হওয়া থেকে বাঁচায়।
5/7
ব্রকোলি - ভিটামিন সি-তে ভরপুর ব্রকোলি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এতে রয়েছে সালফোরাফেন নামের অ্যান্টি অক্সিড্যান্ট। এছাড়া এতে রয়েছে প্রচুর আয়রন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে ব্রকোলি।
6/7
পালং শাক - শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই শাকের প্রচুর গুণ রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন ই। শরীরের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পালং।
7/7
বীট - শরীরের জন্য ভীষণই উপকারী বীট। রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, পটাসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ রয়েছে। এছাড়া, বীট ওজন নিয়ন্ত্রণ করতে এবং ক্যান্সার রোধ করতে সাহায্য করে।
Published at : 05 Jul 2021 11:54 AM (IST)