Exit Poll 2024
(Source: Poll of Polls)
Fruits Health Benefits : জানেন কোন ফলের কী গুণ রয়েছে ?
ফলের গুণগত মানের কথা আমাদের কমবেশি সবারই জানা। ফলে ৯০-৯৫ শতাংশ জল থাকে। যার ফলে মূত্রের পরিমাণ বাড়ে। শরীর থেকে টক্সিন নির্গমনেও সাহায্য করে।(ছবি সৌজন্য : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅধিকাংশ ফলেই সোডিয়ামের পরিমাণ কম থাকে। পটাশিয়াম থাকে বেশি। যা গুরুত্বপূর্ণ খনিজ। এর ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হার্ট ভাল কাজ করে। দেখে নেওয়া যাক কোন ফলের কীরকম গুণ।(ছবি সৌজন্য : Pixabay)
আঙুর, চেরি, কিউই বা ব্লুবেরির, ব্ল্যাকবেরির মতো ফল ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। পেয়ারা, কমলালেবু, পেঁপে ভিটামিন সি-র উৎস।(ছবি সৌজন্য : Pixabay)
কলা হচ্ছে পটাশিয়াম, ভিটামিন বি ও সি, ম্যাঙ্গানিজ ও ফাইবারের উৎস। প্রতিদিন কলা খেলে রক্তচাপ কম থাকতে সাহায্য করবে।(ছবি সৌজন্য : Pixabay)
আপেলে ফাইবার আছে। যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। এছাড়া হৃদরোগ ও স্থূলতার ক্ষেত্রেও কার্যকরী।(ছবি সৌজন্য : Pixabay)
পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, সি, এ ও ডি-র উৎস। যা হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে ও স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে।(ছবি সৌজন্য : Pixabay)
আনারসে আছে ভিটামিন সি। যাঁরা আর্থারাইটিসে ভুগছেন, তাঁরা ঘরোয়াভাবে এই রোগের মোকাবিলায় আনারস খেতে পারেন(প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন)।(ছবি সৌজন্য : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -