Monsoon Hair Care Tips: বর্ষায় বিশেষ খেয়াল রাখুন স্ক্যাল্পের, মাথার তালুতে কী কী ব্যবহার করবেন না এই মরশুমে?

Hair And Scalp Care Tips: চুল পড়ার সমস্যা কমাতে চাইলে প্রয়োজন সঠিক ভাবে মাথার তালুর যত্ন নেওয়া। বর্ষার দিনে মাথার তালুতে কোন কোন উপকরণ ব্যবহার করবেন না, কিংবা কম করবেন জেনে নিন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
বর্ষার মরশুমে চুলের পাশাপাশি বিশেষ ভাবে যত্ন করতে হবে মাথার তালুর। নাহলে চুল পড়ার সমস্যা বাড়বে।
2/10
বর্ষার দিনে শ্যাম্পু করার আগে চুলে তেল ব্যবহার করলেও সেটা চুলের লম্বা অংশে করাই ভাল। মাথার তালুতে তেল ব্যবহার করলে বাতাসে আর্দ্রতা থাকার কারণে চুল চিটচিটে হয়ে যেতে পারে।
3/10
মাথার তালুতে তেল ব্যবহারের পর তা যদি সঠিক ভাবে পরিষ্কার না হয় তাহলে বর্ষার মরশুমে সহজে মাথার তালুতে ময়লা জমে যাবে এবং চুল পড়ার সমস্যা বাড়বে।
4/10
বর্ষার দিনে চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। যাঁরা রোজ বাইরে বেরোন পারলে রোজই শ্যাম্পু করে নিন। মাথার তালু ভালভাবে পরিষ্কার করুন।
5/10
মাথার তালুর অংশে জোরে ঘষে তেল বা শ্যাম্পু কিছুই লাগাবেন না। এর জেরে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে। বর্ষায় মাথার তালুতে তেল ব্যবহার না করাই ভাল।
6/10
বর্ষায় যেহেতু আর্দ্রতা বেশি থাকে তাই কন্ডিশনার নিজের চুলের ধরন বুঝে ব্যবহার করুন। স্ক্যাল্পে কোনওভাবেই কন্ডিশনার ব্যবহার করবেন না।
7/10
চুলের জেল্লা বজায় রাখার জন্য এবং রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য অনেকেই হেয়ার সিরাম ব্যবহার করেন। বর্ষার দিনে চুলের লম্বা অংশে হেয়ার সিরাম ব্যবহার করুন। মাথার তালুতে হেয়ার সিরাম দেবেন না।
8/10
যাঁরা নিয়মিত শ্যাম্পু করবেন তাঁরা কেমিক্যাল ছাড়া শ্যাম্প্য ব্যবহারের চেষ্টা করুন। অর্গানিক জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল।
9/10
চুল শুকানোর ক্ষেত্রে সরাসরি মাথার তালু কিংবা চুলে ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এর পরিবর্তে নরম তোয়ালে কিংবা সুতির গামছা দিয়ে চুল শুকনো করে মুছে নিতে পারলে ভাল।
10/10
চুল মোছার ক্ষেত্রে কখনই জোরে ঘষে চুল মুছবেন না। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
Sponsored Links by Taboola